কক্সবাজার বেসরকারি গণপাঠাগার পরিষদ গঠিত:
খালেদ শহীদ সভাপতি, মহিউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত:
কক্সবাজার বেসরকারি গণপাঠাগার পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে কক্সবাজার বেসরকারি গণপাঠাগার পরিষদের উদ্যোগে বই বিতরণ ও পাঠাগার সম্মেলনে এ কমিটি গঠিত হয়। এতে খালেদ শহীদ সভাপতি, মহিউদ্দিন কাদের অদুল সাধারণ সম্পাদক এবং আরাফাতুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রামু পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত বই বিতরণ ও পাঠাগার সম্মেলনে সভাপতিত্ব করেন, বই বিতরণ কর্মসূচীর উদ্যোক্তা কক্সবাজার বেসরকারি গণপাঠাগার পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা কবি মানিক বৈরাগী। এ অনুষ্ঠানে কক্সবাজার জেলার ১১টি পাঠাগারকে লক্ষাধিক টাকা মূল্যের ৪০০ বই উপহার দেওয়া হয়েছে। প্রকৃতি, খড়িমাটি ও জাগতিক প্রকাশনীর সহযোগিতায় ও কবি মানিক বৈরাগীর উদ্যোগে পঞ্চমবারের মতো এসব বই বিতরণ করা হয়।
‘বই পড়ি, মগজের অর্গল ভাঙ্গি’ এ প্রতিপাদ্যে বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ ও সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক রামু পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল হক, নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রামু পাবলিক লাইব্রেরীর যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ শহীদ।
বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বই পড়ে, আমরা মস্তিষ্ককে সক্রিয় রাখতে পারি। নিয়মিত বই পড়লে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে। চিন্তা করার ক্ষমতা ও স্মৃতিশক্তি শাণিত হয়। তাই আমরা নিয়মিত বই পড়ি, মগজের অর্গল ভাঙ্গি।
জ্ঞানভিত্তিক সমাজ গঠনে কেবল বই-ই আমাদের সব চাহিদা মেটাতে পারে।
কক্সবাজার বেসরকারি গণপাঠাগার পরিষদের আহ্বায়ক ও পহরচাঁদা আদর্শ পাঠাগারে প্রতিষ্ঠাতা পরিচালক শোয়াইবুল ইসলামের স্বাগত বক্তব্য ও সাধারণ সম্পাদক রামু জ্ঞানান্বেষণ পাঠাগারের সভাপতি শিপ্ত বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, রামু আধাঁরমানিক গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, বদরখালী রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের অদুল, চকরিয়া হ্যালো পাঠাগারের সভাপতি মো. আলমগীর, বদরখালী আবদুল হান্নান গণগ্রন্থাগারের সদস্য মোঃ শাহারিয়া নাফিজ, রামু সাহিত্যঘর গণগ্রন্থাগারের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজয় বড়ুয়া, চকরিয়া হাকিমীয়্যাহ আলোর ঘর পাঠাগারের শাহিন চৌধুরী আসাদ, পেকুয়া রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সভাপতি স ফ ম তাহিদুল ইসলাম প্রমুখ।
অতিথিরা চকরিয়া পহরচাঁদা আদর্শ পাঠাগার, রামু জ্ঞানান্বেষণ পাঠাগার, রামু আধাঁরমানিক গ্রন্থাগার, বদরখালী রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগার, চকরিয়া হ্যালো পাঠাগার, বদরখালী আবদুল হান্নান গণগ্রন্থাগার, রামু সাহিত্যঘর গণগ্রন্থাগার, চকরিয়া হাকিমীয়্যাহ আলোর ঘর পাঠাগার, পেকুয়া রাজাখালী উন্মুক্ত পাঠাগার, পেকুয়া জারুলবুনিয়া পাঠাগার ও রামু পাবলিক লাইব্রেরী প্রতিনিধির হাতে বইগুলো তুলে দেন।
বই বিতরণ ও আলোচনা সভা শেষে কক্সবাজার বেসরকারি গণপাঠাগার পরিষদের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করেন, প্রথম পাঠাগার সম্মেলনের সভাপতি কবি মানিক বৈরাগী। পরে সম্মিলিত আলোচনায় ও উপস্থিত পাঠাগার প্রতিনিধিদের সরাসরি সমর্থনে রামু পাবলিক লাইব্রেরীর যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ শহীদকে সভাপতি, আঁধারমানিক গ্রন্থগারের সাধারণ সম্পাদক কফিল উদ্দিনকে সহ-সভাপতি, বদরখালী রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের অদুলকে সাধারণ সম্পাদক, রামু সাহিত্যঘর গণগ্রন্থাগারের সভাপতি রিমন বড়ুয়াকে যুগ্ম-সাধারণ সম্পাদক, পেকুয়া রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সদস্য আরাফাতুল ইসলামকে সাংগঠনিক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট ২০২৫-২৬ দু’বছর মেয়াদে কক্সবাজার বেসরকারি গণপাঠাগার পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।