শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

কক্সবাজার প্রধান সড়কে যানজট: স্থবির শহর, বিপাকে স্থানীয় ও পর্যটকরা

সিবিএল নিউজ: কক্সবাজারের প্রধান সড়ক দিন-রাত যানজটের কারণে প্রায় অচল হয়ে পড়েছে। পথচারীদের হাঁটার ফুটপাত ও সড়কের দুই পাশ হকার এবং ভ্যানের দখলে চলে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এতে সময়ের অপচয়ের পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের।

শহরের যানজটের অন্যতম কারণ হিসেবে অতিরিক্ত টমটম ও মিশুক রিকশার সংখ্যা বেড়ে যাওয়া এবং ট্রাফিক ব্যবস্থার ত্রুটি উল্লেখ করা হচ্ছে।

কলেজ শিক্ষক ওমর ফারুক বলেন, “এই শহরে এখন ১০ মিনিটের পথ যেতে ১ ঘণ্টারও বেশি সময় লাগে। এটা খুবই বিরক্তিকর। মনে হয়, এই পর্যটন শহরের কোনো অভিভাবক নেই।”

স্থানীয় বাসিন্দা আদনান মাহমুদ জানান, “জরুরি প্রয়োজনে বের হলে গাড়িতে ঘণ্টার পর ঘণ্টা আটকা থাকতে হয়। এমনকি ফুটপাতে হাঁটার জায়গাও নেই। হকাররা সব দখল করে রেখেছে।”

এই যানজট পরিস্থিতি কক্সবাজারের পর্যটনশিল্পের সুনাম নষ্ট করছে বলে মনে করছেন অনেকে। দ্রুত এই সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ও পর্যটকরা।




Developed by e2soft Technology