শিরোনাম
শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’ জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন সভা অনুষ্ঠিত রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়: গুগল, ফেসবুকসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চুড়ান্ত পর্বে মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় ও মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আয়বর্ধক মানুষে পরিণত করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে চালু হলো ‘ভ্রমণিকা’ অ্যাপ: পর্যটকদের জন্য সম্পূর্ণ গাইড

সিবিএল রিপোর্ট : কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগ ও পরিকল্পনায় পর্যটকদের ব্যক্তিগত গাইড হিসেবে তৈরি করা হয়েছে ‘ভ্রমণিকা’ অ্যাপ। এই অ্যাপে পর্যটকদের জন্য প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে হাতের মুঠোয়।

আবাসন সেবা:

সমুদ্রনগরীতে ভ্রমণের জন্য প্রথমেই দরকার একটি ভালো আবাসন। ‘ভ্রমণিকা’ অ্যাপে কক্সবাজারের হোটেল, মোটেল ও রিসোর্টের তথ্য সহজে খুঁজে পাওয়া যাবে। যে সৈকতের কাছে থাকতে চান, সেই অনুযায়ী জায়গা বেছে নেওয়ার সুযোগ রয়েছে। পর্যায়ক্রমে জেলার সব আবাসন সেবা অন্তর্ভুক্ত করা হচ্ছে।

পরিবহন সুবিধা:

কক্সবাজারে যাতায়াতের জন্য বাস, ট্রেন, বিমান কিংবা সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে এই অ্যাপে। এ ছাড়াও বিভিন্ন স্পট ভ্রমণের রুট, সময়, আকর্ষণীয় স্থান, রেস্টুরেন্ট এবং রাইড বা একটিভিটির বিস্তারিত তথ্য অ্যাপেই অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি গন্তব্যের দূরত্ব, গুগল ম্যাপ ডিরেকশন এবং প্রয়োজনীয় নির্দেশনাও যুক্ত করা হয়েছে।

নিরাপত্তা ও জরুরি সেবা:

পর্যটকদের নিরাপত্তায় ‘ভ্রমণিকা’ অ্যাপটি বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রতিদিনের জোয়ার-ভাটার সময়সূচি ও আবহাওয়ার পূর্বাভাসসহ বিপদজনক পয়েন্টের তথ্য পাওয়া যাবে এতে। জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট, ট্যুরিস্ট পুলিশ, ডাক্তার, লাইফগার্ড এবং এম্বুলেন্সের যোগাযোগ নম্বরও সরাসরি কল করার সুবিধাসহ যুক্ত করা হয়েছে।

বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য:

সৈকতে ঘোড়ায় চড়া, বিচ বাইক বা জেটস্কি রাইড, লকার সার্ভিস, ফটোগ্রাফি—এসব সেবা কোথায় ও কখন পাওয়া যাবে, তা-ও উল্লেখ করা হয়েছে।

ডাউনলোড ও ব্যবহারের সুবিধা:

গুগল প্লে স্টোরে ‘Vromonika’ নামে সার্চ করলেই অ্যাপটি ডাউনলোড করা যাবে। বর্তমানে এটি কেবল অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহারের উপযোগী। শীঘ্রই অ্যাপটির পূর্ণ সংস্করণ গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরে পাওয়া যাবে।

পর্যটকদের সেবায় কক্সবাজার জেলা প্রশাসনের এই উদ্যোগ ভ্রমণকে আরও সহজ ও উপভোগ্য করে তুলবে বলে আশা করা হচ্ছে।




Developed by e2soft Technology