শিরোনাম
রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে অনুষ্ঠিত রামু প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল

কক্সবাজার জেলার সাবেক ফুটবলার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ বড়ুয়া পরলোকে

নিজস্ব প্রতিবেদক, রামু : কক্সবাজার জেলার ৭০-৮০ দশকের কৃতি ফুটবলার রামুর ক্রীড়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা স্বদেশ বড়ুয়া পরলোক গমন করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, চার ভাই, এক বোন ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

ক্রীড়া ব্যক্তিত্ব প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্বদেশ বড়ুয়া রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি পাড়ার প্রয়াত নিবারণ বড়ুয়ার বড় ছেলে। রামু জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের সিনিয়র সহ-সভাপতি তরুন বড়ুয়া, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক সজল বড়ুয়া এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘বাফুফে’ সদস্য বিজন বড়ুয়ার বড় ভাই।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্বদেশ বড়ুয়ার ছোট ভাই সজল বড়ুয়া জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) ১টা থেকে দেড়টার সময়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্বদেশ বড়ুয়াকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হবে। দুপুর ২টায় অনিত্য সভা শেষে রামুর হাইটুপি পাড়াস্থ পারিবারিক বৌদ্ধ শশ্মানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করা হবে।

শোক প্রকাশ: রামুর ক্রীড়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা স্বদেশ বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাব, রামু ব্রাদার্স ইউনিয়ন, রামু ফুটবল ট্রেনিং সেন্টার। শোক ও সমবেদনা জানিয়েছেন, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া আপ্পু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদ, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন ও রামু সোনালী অতীত ফুটবল ক্লাব, রামু ব্রাদার্স ইউনিয়ন ও রামু ফুটবল ট্রেনিং সেন্টারের সদস্যরা সহ রামুর সাবেক ও বর্তমান ফুটবলাররা।






সর্বশেষ

Developed by e2soft Technology