
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের করুণ মৃত্যুতে ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। নিহতদের পরিবারের প্রতি টুয়াকের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হচ্ছে। আল্লাহতায়ালা তাঁদের জন্নাতবাসী করুন এবং শোকাহত পরিবারকে এই অপার দুঃখ সহ্য করার শক্তি দান করুন—আমিন।
টুয়াক মনে করে, বারবার প্রাণহানির এই ঘটনা প্রমাণ করে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবিলম্বে নিরাপদ করা অত্যন্ত জরুরি। পর্যটন রাজধানী কক্সবাজারের এই একমাত্র প্রবেশমুখের সড়কটি প্রতিনিয়ত চাপের মুখে রয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় মানুষ চলাচল করেন।
আমরা দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি—
✅ সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িত চালক ও সংশ্লিষ্ট দায়ীদের দ্রুত আইনগত জবাবদিহিতার আওতায় আনা হোক।
✅ অবিলম্বে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা হোক এবং আন্তর্জাতিকমানের সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক।
টুয়াক বিশ্বাস করে, একটি নিরাপদ সড়ক শুধু মানুষের জীবনই বাঁচাবে না; বরং দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে এনে পর্যটন খাতসহ জাতীয় অর্থনীতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।