শিরোনাম
১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে অনুষ্ঠিত রামু প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের করুণ মৃত্যুতে ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন  অব কক্সবাজার (টুয়াক) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। নিহতদের পরিবারের প্রতি টুয়াকের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হচ্ছে। আল্লাহতায়ালা তাঁদের জন্নাতবাসী করুন এবং শোকাহত পরিবারকে এই অপার দুঃখ সহ্য করার শক্তি দান করুন—আমিন।

টুয়াক মনে করে, বারবার প্রাণহানির এই ঘটনা প্রমাণ করে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবিলম্বে নিরাপদ করা অত্যন্ত জরুরি। পর্যটন রাজধানী কক্সবাজারের এই একমাত্র প্রবেশমুখের সড়কটি প্রতিনিয়ত চাপের মুখে রয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় মানুষ চলাচল করেন।

আমরা দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি—
✅ সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িত চালক ও সংশ্লিষ্ট দায়ীদের দ্রুত আইনগত জবাবদিহিতার আওতায় আনা হোক।
✅ অবিলম্বে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা হোক এবং আন্তর্জাতিকমানের সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক।

টুয়াক বিশ্বাস করে, একটি নিরাপদ সড়ক শুধু মানুষের জীবনই বাঁচাবে না; বরং দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে এনে পর্যটন খাতসহ জাতীয় অর্থনীতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 




Developed by e2soft Technology