
সিবিএল নিউজ: কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার কেজি স্কুলের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ, প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম, পরিচালনা কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম মুন্না এবং কমিটির সদস্য গিয়াস উদ্দিন আফসেল, আফসার কামাল, আজমল হুদা, মিজানুর রহমান মিলকি, ইয়াসিন আরাফাত প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা মুশতাক।
অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করে বিশেষভাবে সম্মান জানানো হয়
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।