শিরোনাম
নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানে সম্মাননা পেল কোয়ান্টাম সোনাদিয়া দ্বীপে রয়েছে সাত লাখ টন মূল্যবান খনিজ সম্পদ কক্সবাজারে পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে বিশ্ব শহর দিবস উদযাপন ১৮৫ দেশ ভিসা ছাড়াই ঘুরে বেড়ানো যায় যে পাঁচ দেশের পাসপোর্টে 🇱🇰 শ্রীলংকা বনাম 🇧🇩 বাংলাদেশ ট্যুরিজম: কোথায় এগিয়ে, কোথায় পিছিয়ে? ইনানী নয়, পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যাবে নুনিয়া ছড়া থেকে ট্যুরিজম ডেস্টিনেশন ডেভেলপমেন্ট খসড়া পরিকল্পনার উপর কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারে স্থানীয় ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়নে চেম্বারের প্রশংসনীয় উদ্যোগ

সিবিএল রিপোর্ট : কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CBCCI) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর যৌথ উদ্যোগে ইমপ্রুভিং স্কিলস অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিজ ফর কক্সবাজার (ISEC) প্রকল্পের আওতায় প্রথম ব্যাচের পাঁচ দিনব্যাপী **স্টার্ট অ্যান্ড ইমপ্রুভ ইয়োর বিজনেস (SIYB)** প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

১০ নভেম্বর ২০২৪ তারিখে শুরু হওয়া এই প্রশিক্ষণ প্রোগ্রামের সমাপ্তি হয় ১৪ নভেম্বর ২০২৪। এতে ৩০ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করেন।

প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার সদর, রামু, এবং উখিয়া উপজেলায় কৃষি উদ্যোক্তা, ব্যবসায়ী, এবং ভ্যালু চেইনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য **CSME** খাতে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে।

লক্ষ্য ও অংশগ্রহণ 
প্রোগ্রামটির মাধ্যমে ১২০ জন অংশগ্রহণকারীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে ৫০% নারী প্রশিক্ষণার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের দক্ষতা বাড়াতে এমন উদ্যোগকে এলাকাবাসী প্রশংসা করেছে। তারা আশা করছে, এই প্রশিক্ষণ ভবিষ্যতে কক্সবাজারের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।




Developed by e2soft Technology