শিরোনাম
পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন দেশ এস্তোনিয়া: অজানা ১০ টি মজার তথ্য জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার সদর থানার প্রতিনিধি কমিটি গঠিত রামুতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন কক্সবাজারে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা সাবেক ছাত্রনেতা ফোরামের ৩য় বর্ষে সাম‍্য ও বৈশম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। কক্সবাজারে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ-পথসভা কক্সবাজারে পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ ও প্লাস্টিক মুক্তির ক্যাম্পেইনে টুয়াক পেল সম্মাননা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা: কক্সবাজারে বিএনপির বিভিন্ন ইউনিটের প্রতিবাদ মিছিল। রামুতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কমিটি গঠন ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কক্সবাজারে নাগরিক কমিটি  বিক্ষোভ মিছিলের ঘোষণা

কক্সবাজারে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা

কক্সবাজারে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা

সিবিএল ডেস্ক: সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ শিরোপাজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৭ ডিসেম্বর কক্সবাজারের বে ওয়াচে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। আরও উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্রেস্ট, উপহার সামগ্রী এবং ১ কোটি টাকার চেক প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ২০২৪ তারিখে নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে শক্তিশালী নেপালকে ২-১ গোলে পরাজিত করে বাংলাদেশ দল দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া দলের দুই কৃতী খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা এবং রূপনা চাকমা যথাক্রমে শ্রেষ্ঠ খেলোয়াড় ও শ্রেষ্ঠ গোলরক্ষকের মর্যাদা লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাপ্রধান বলেন, “এই জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এবং বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করবে। এই অর্জন ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার সঞ্চার করবে।”

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা, নারী ফুটবল দলের কোচ ও খেলোয়াড় এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




Developed by e2soft Technology