শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

কক্সবাজারে যুবলীগ নেতা আবছার সহ ৫ জনের বিরুদ্ধে ভাংচুর ও চাদাবাজির মামলা

সিবিএল নিউজ: বীচ ম্যানেজমেন্ট কমিটি  (বিএমসি) ও কক্সবাজার পৌরসভা কর্তৃক অনুমোদিত দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কর্পোরেট এর বাস্তবায়নে সুগন্ধা পয়েন্ট, লাবনী পয়েন্ট ও কলাতলী পয়েন্টে সবুজায়ন সৌন্দর্য বর্ধনে ভাংচুর ও চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা আবছার ও সহযোগী ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩ ফ্রেব্রুয়ারী) কর্পোরেট ক্রিয়েটিভ ডিরেক্টর আনোয়ার হোসেন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় এই মামলা দায়ের করেন।
এই বিষয়ে মামলার বাদী আনোয়ার হোসেন জানান,আমি দীর্ঘদিন ধরে এই মামলার আসামী দ্বারা বারবার বারবার চাঁদা দাবি,হামলা ও আমাদের কর্পোরেটে ব্যবহৃত জিনিসপত্রের ভাঙচুর ও একাধিকবার হুমকির স্বীকার হয়েছি।পরবর্তীতে পৌরসভার সহযোগিতায় হয়রানি থেকে পরিত্রাণের পাওয়ার লক্ষ্যে কক্সবাজার সদর থানায় এই মামলা দায়ের করি।আমি এই মামলার আসামীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করছি।
প্রকল্পে বিজ্ঞাপনী স্থাপনায় স্থানীয় দুটি সংস্থা কক্সএ্যাড ও ফাহিম অ্যাডের মালিক- যুবলীগ নেতা আবছার ছাড়াও বাকি আসামীরা হলেন, বর্তমান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ারের ছোট ভাই জাহিদ আনোয়ার,যুবদল নেতা হারুন,সহযোগী শাহ আলম ও মোহাম্মদ মনছুর।
১৯.১১.২০১৮ সালের  বিএমসি ও কক্সবাজার পৌরসভার চুক্তি সাপেক্ষে কক্সবাজারের হোটেল মোটেল জোনের গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যটন স্পট কলাতলী ডলফিন মোড়ের মিড আইল্যান্ড,সুগন্ধা বীচ মিড আইল্যান্ড, লাবণী পয়েন্ট মিড আইল্যান্ড ,সাংস্কৃতিক কেন্দ্রের মিড আইল্যান্ডের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করে।




Developed by e2soft Technology