শিরোনাম
প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী হচ্ছেন জাতীয় দলের নারী ফুটবলার কক্সবাজারের শাহেদা আক্তার রিপা কক্সবাজার- মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সী- ট্রাক চালু রামুতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠিকে বকনা ও ষাড় বিতরণ বাঁকখালী নদী দখল-দূষণ মুক্ত করে, দখলবাজদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবিতে স্বারকলিপি জুলাই আন্দোলনের সংগঠক ও ছাত্র প্রতিনিধিদের উপর চাদাবাজ কর্তৃক হামলার প্রতিবাদে মানব বন্ধন রামুতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন কক্সবাজারে কলাতলীর চাঁদাবাজ জামাল ও ফয়সাল কর্তৃক হামলার শিকার হয়েছেন কক্সবাজারের জুলাই আন্দোলনের প্রধান সংগঠক খালিদ ও সাঈদ স্বাধীন! কক্সবাজারে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট থেকে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির আহবান রামুতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২ হাজার ৯৫৩ রামুতে খালের পানিতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারে পরিত্যক্ত প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে শিক্ষা ও খাদ্য সামগ্রী

কক্সবাজারে পরিত্যক্ত প্লাস্টিক বোতলের বিনিময়ে শিক্ষা সামগ্রী ও খাদ্য প্রদান : সৈকত পাড়ে প্লাস্টিকে তৈরী বিশাল দানব!

শিহাব উদ্দিন আহমেদ :

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পরিস্কার-পরিচ্ছন্নতা তথাপি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে কক্সবাজার জেলা প্রশাসন এক ব‍্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে। পরিবেশের দীর্ঘমেয়াদী ক্ষতি সম্পাদনকারী পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে শিক্ষা সামগ্রী ও বিভিন্ন ধরনের প‍্যাকেটজাত খাদ্য প্রদানের উদ্যোগ ইতিমধ্যে খুব সাড়া ফেলেছে। পর্যটকসহ সাধারণ জনগণ চরম ইতিবাচকভাবে নিয়েছে জেলা প্রশাসনের উক্ত প্রশংসনীয় কার্যক্রমটি।

পরিবেশ রক্ষায় সারা বিশ্বের বিভিন্ন দেশে ব‍্যবহৃত প্লাস্টিকজাতীয় জিনিসের বিপরীতে নগদ টাকা, রিওয়ার্ড পয়েন্টস, খাদ‍্যদ্রব‍্য, খেলনা প্রভৃতি প্রদানের মাধ্যমে উৎসাহিত করার প্রাক্টিস থাকলেও বাংলাদেশে এর চর্চা এখনো তেমন লক্ষ‍্য করা যায়না। তবে বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার হতে শুরু এমন ব‍্যতিক্রমী উদ্যোগ পরিবেশ রক্ষাই দারুন কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা সচেতন মহলের।

সরেজমিনে দেখাযায়, কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের খানিক উত্তরে প্লাস্টিকজাতীয় বোতলের বিনিময়ে পুরস্কার প্রদান কার্যক্রম খুব চমৎকার ভাবে পরিচালিত হচ্ছে। বিনোদনের মাধ্যমে পুরস্কার প্রদান প্রক্রিয়ায় পর্যটকসহ সাধারণ জনগণ উৎসাহর সহিত অংশগ্রহণ করছে। অপরদিকে জমাকৃত সেই পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে তৈরী করা হয়েছে দৃষ্টিনন্দন বিশাল দানব। সুত্রে জানাযায়, যার উচ্চতা ৬২ ফুট ও এটি বানাতে ব্যবহৃত হয়েছে কয়েক টন পরিত্যক্ত প্লাস্টিক।

বিগত কিছুদিন থেকে শুরু হওয়া এমন ব‍্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে এয়ার স্ট্রা কক্সবাজার জুনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো: হাসান বলেন; কক্সবাজার সমুদ্র সৈকতে বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে নানা ধরনের পর্যটকের আগমন ঘটে প্রতিনিয়ত। দেশী-বিদেশী পর্যটকসহ সর্বোপরি সবার জন‍্য একটি স্বাস্থ্যকর পরিবেশ উপহার দেয়ার পদক্ষেপকে আন্তরিক ধন‍্যবাদও জানান তিনি। অন‍্যদিকে ঢাকা হতে ভ্রমণে আসা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব ইমরান জাহাঙ্গীর বলেন ; প্লাস্টিক বস্তুর বিপরীতে বিনোদন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় বই, খাদ্য ও খেলনা প্রদানের প্রক্রিয়াটি জনসাধারণকে স্ব-উদ্যোগে পরিবেশকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার চর্চায় উৎসাহি হতে সাহায্য করবে।  টূয়াকের আহবায়ক মিজানুর রহমান মিল্কী কক্সবাজার বীচে এই অসাধারণ উদ্যোগ সারাদেশের মানুষকে পরিবেশ সুরক্ষায় উদ্ভুদ্ধ হতে দারুন ভূমিকার সাক্ষর রাখার আশা প্রকাশ করেন ।

জানা যায়, বিশ্বে প্রতি মিনিটে প্রায় ৫ লাখ প্লাস্টিক বোতল বিক্রি হয়। বোতলের প্রয়োজনীয়তা শেষ হওয়া সত্ত্বেও তা ফেলে না দিয়ে অনবরত ব্যবহার করে অনেকেই। এর মধ্যে পানি ভরাট করে ফ্রিজিং করে মাসের পর মাস ব্যবহার করাও রেকর্ডও রয়েছে। প্লাস্টিকের বোতল পরিষ্কার দেখালেও মোটেই পরিষ্কার নয়।

এক গবেষণায় দেখা যায়, পানি ভর্তি বোতলে প্রতি তিনদিনে প্রায় ৩ লাখ ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় প্রতি বর্গ সেন্টিমিটারে। একে তো ক্ষতিকর রাসায়নিক পদার্থ, অন্যদিকে ব্যাকটেরিয়া গোডাউন।

সর্বোপরি প্লাস্টিক পন‍্যের এমন সময়পোযোগী মহৎ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।




Developed by e2soft Technology