শিরোনাম
“রোগ প্রতিরোধ, সৌন্দর্য আর সুস্থতায় মধুর জুড়ি নেই” এনসিপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন টুয়াকের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন টুয়াক আহবায়কের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ এর শুভেচ্ছা বাণী উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড”: পর্যটনে অবদান রাখা ৭ নারীকে সম্মাননা রামুতে আর্ন্তজাতিক শান্তি দিবস উপলক্ষ্যে পিএফজি’র র‌্যালী ও আলোচনা সভা রামুতে অফিসেরচর চর পাড়াবাসীর নৌকা বাইচ অনুষ্ঠিত নুরুল আবছার সিকদারকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করলেন নোবেল জয়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। পর্যটনবান্ধব অবকাঠামো ও জনসেবা নিশ্চিত করতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত ন্যায্য চাকরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কক্সবাজারের ট্যুর অপারেটরদের অঙ্গীকার

কক্সবাজারে কলাতলীর চাঁদাবাজ জামাল ও ফয়সাল কর্তৃক হামলার শিকার হয়েছেন কক্সবাজারের জুলাই আন্দোলনের প্রধান সংগঠক খালিদ ও সাঈদ স্বাধীন!

সিবিএল নিউজ: মঙ্গলবার (১৫/৪/২০২৫) রাত আটটায় কলাতলী মোহাম্মদিয়া গেস্ট হাউসের সামনে কলাতলী লাইট হাউস এলাকার চাঁদাবাজ ও জুয়াড়ি জামাল ও ফয়সালের নেতৃত্বে আন্দোলন কর্মী খালিদ বিন সাঈদ ও সাঈদ স্বাধীনের উপর অতর্কিত হামলা চালায়। হামলা চলাকালীন আহতদের চিৎকারে স্থানীয় মানুষ এগিয়ে আসলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আহত খালিদ এবং সাঈদ স্বাধীন বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাঈদ স্বাধীন জানান লিংক রোডের দক্ষিণ পাশে ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট ক্লাবে মাস খানেক আগে মেলার আয়োজন হয়েছিলো, সেখানে জামাল ও ফয়সাল সিন্ডিকেটের নেতৃত্বে জুয়ার আসর বসতো। স্থানীয় মানুষের জুয়া বন্ধের আহ্বানে সাড়া দিয়ে কক্সবাজারের আন্দোলন কর্মীরা প্রশাসনের সহযোগিতায় জুয়ার আসর বন্ধ করার উদ্যোগ নেন এবং জুয়ার আসর বন্ধ করতে বাধ্য হয়। সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিশোধমূলক খালিদ ও সাঈদের উপর হামলা করেন জুয়াড়ি জামাল এবং ফয়সাল।
উল্লেখ্য খালিদ এবং সাঈদ জুলাই আন্দোলনে কক্সবাজারে প্রথম সারিতে নেতৃত্ব দেন এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত। বর্তমানে এনসিপির জেলা টীমের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চিকিৎসাধীন আহত খালিদ জানান হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত মামলা করা হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার ও জাতীয় নাগরিক পার্টি কক্সবাজারের প্রতিনিধিরা আহতদের পাশে কক্সবাজার সদর হাসপাতালে অবস্থান করছেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করার জোর দাবি জানান।




Developed by e2soft Technology