শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

কক্সবাজারে কলাতলীর চাঁদাবাজ জামাল ও ফয়সাল কর্তৃক হামলার শিকার হয়েছেন কক্সবাজারের জুলাই আন্দোলনের প্রধান সংগঠক খালিদ ও সাঈদ স্বাধীন!

সিবিএল নিউজ: মঙ্গলবার (১৫/৪/২০২৫) রাত আটটায় কলাতলী মোহাম্মদিয়া গেস্ট হাউসের সামনে কলাতলী লাইট হাউস এলাকার চাঁদাবাজ ও জুয়াড়ি জামাল ও ফয়সালের নেতৃত্বে আন্দোলন কর্মী খালিদ বিন সাঈদ ও সাঈদ স্বাধীনের উপর অতর্কিত হামলা চালায়। হামলা চলাকালীন আহতদের চিৎকারে স্থানীয় মানুষ এগিয়ে আসলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আহত খালিদ এবং সাঈদ স্বাধীন বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাঈদ স্বাধীন জানান লিংক রোডের দক্ষিণ পাশে ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট ক্লাবে মাস খানেক আগে মেলার আয়োজন হয়েছিলো, সেখানে জামাল ও ফয়সাল সিন্ডিকেটের নেতৃত্বে জুয়ার আসর বসতো। স্থানীয় মানুষের জুয়া বন্ধের আহ্বানে সাড়া দিয়ে কক্সবাজারের আন্দোলন কর্মীরা প্রশাসনের সহযোগিতায় জুয়ার আসর বন্ধ করার উদ্যোগ নেন এবং জুয়ার আসর বন্ধ করতে বাধ্য হয়। সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিশোধমূলক খালিদ ও সাঈদের উপর হামলা করেন জুয়াড়ি জামাল এবং ফয়সাল।
উল্লেখ্য খালিদ এবং সাঈদ জুলাই আন্দোলনে কক্সবাজারে প্রথম সারিতে নেতৃত্ব দেন এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত। বর্তমানে এনসিপির জেলা টীমের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চিকিৎসাধীন আহত খালিদ জানান হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত মামলা করা হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার ও জাতীয় নাগরিক পার্টি কক্সবাজারের প্রতিনিধিরা আহতদের পাশে কক্সবাজার সদর হাসপাতালে অবস্থান করছেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করার জোর দাবি জানান।




Developed by e2soft Technology