
সিবিএল নিউজ: দীর্ঘদিন ধরে কক্সবাজার পর্যটনজোনের অপরাধ জগতের কিং হিসেবে পরিচিত কুখ্যাত অপরাধী জামাল উদ্দিন ওরফে ‘লাইট হাউজ জামাল’ অবশেষে র্যাবের জালে ধরা পড়েছে। আজ শনিবার সন্ধ্যায় র্যাবের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে রয়েছে জুয়া পরিচালনা, নারী পাচার, চাঁদাবাজি থেকে শুরু করে হত্যা প্রচেষ্টা সহ একাধিক গুরুতর অভিযোগের মামলা ।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়, অভিযানের সময় জামাল প্রতিরোধের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি । তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন অপরাধের আলামত।
বিভিন্ন সূত্রে জানা যায় জামাল দীর্ঘদিন ধরে কক্সবাজারের লাইট হাউজ এলাকা ও আশেপাশে জুয়ার আসর বসিয়ে কোটি কোটি টাকার রমরমা অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে নারী পাচার চক্রের নেতৃত্বদানের অভিযোগও।
তার অপরাধ জগতের পরিসমাপ্তি এখানেও শেষ নয় । এই জামালের বিরুদ্ধে রয়েছে একাধিক ফৌজদারি মামলা—চুরি, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, নারী নিপীড়ন, ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমসহ অন্তত ১০টিরও বেশি মামলা, এবং সে-সব মামলায় দীর্ঘদিন ধরে পলাতক। সম্প্রতি শর্মা কিং থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে হামলা চালানোর অভিযোগে নতুন করে আলোচনায় আসে সে।
র্যাব জানিয়েছে, জামালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার অপরাধচক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
জামালের বয়স ৪০ বছর, পিতা মৃত সুলতান। দীর্ঘদিন ধরে কক্সবাজারের সাধারণ মানুষের মনে ত্রাস সৃষ্টিকারী এই অপরাধীর গ্রেফতারে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা আশা করছেন, জামাল চক্রের গ্রেপ্তারের মধ্য দিয়ে শেষ হবে এক দীর্ঘ অপরাধ-অধ্যায়ের।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।