শিরোনাম
নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানে সম্মাননা পেল কোয়ান্টাম সোনাদিয়া দ্বীপে রয়েছে সাত লাখ টন মূল্যবান খনিজ সম্পদ কক্সবাজারে পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে বিশ্ব শহর দিবস উদযাপন ১৮৫ দেশ ভিসা ছাড়াই ঘুরে বেড়ানো যায় যে পাঁচ দেশের পাসপোর্টে 🇱🇰 শ্রীলংকা বনাম 🇧🇩 বাংলাদেশ ট্যুরিজম: কোথায় এগিয়ে, কোথায় পিছিয়ে? ইনানী নয়, পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যাবে নুনিয়া ছড়া থেকে ট্যুরিজম ডেস্টিনেশন ডেভেলপমেন্ট খসড়া পরিকল্পনার উপর কর্মশালা অনুষ্ঠিত

ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র বোর্ড সভায় সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র প্রসারিত করার ঐক্যমত

সিবিএল নিউজ: ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র বোর্ড সভায় কোম্পানীর পরিচালকরা সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র প্রসারিত করার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন।

(২২ মার্চ) শনিবার বিকেলে কক্সবাজার সৈকত লাগোয়া হোটেল জলতরঙ্গের হলরুমেআয়োজিত বোর্ড সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদতবারক হোসাইন। কোম্পানীর ডিরেক্টর মার্কেটিং এন্ড প্রমোশন মোয়াজ্জেম হোসাইন সাকিলের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মুকিত চৌধুরী। সভায় পরিচালকরা জানান, কোম্পানীকে দূর্নীতিবাজের হাত থেকে রক্ষা করার ফলে এখন থেকে পরিচালকরা যেমন লাভবান হবেন, তেমনি স্থানীয় জনগণের জন্যও সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে। বোর্ড মিটিং-এ সাবেক এমডি নুরুল হুদার দূর্নীতির প্রতিবাদে একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করেন ডিরেক্টর এইচআর মোসলেম উদ্দিন ভূঁইয়া, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দূর্নীতির দায়ে অপসারিত সাবেক এমডি নুরুল হুদার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় বোর্ড সভায়।

বোর্ড সভা শেষে এক ইফতার ও বিশেষ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন কোম্পানীর ডিরেক্টর অপারেশন এনামুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ বেলাল উদ্দিন ও মোহাম্মদ শাহাজাহান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মামুন ও জুনাইদ কাদের, উপদেষ্টা ডাক্তার শাহীন আবদুর রহমান চৌধুরী, রফিকুল হুদা চৌধুরী এবং ন্যায়পাল এডভোকেট গোলাম ফারুক খান কায়সার প্রমুখ।




Developed by e2soft Technology