
সিবিএল নিউজ: ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র বোর্ড সভায় কোম্পানীর পরিচালকরা সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র প্রসারিত করার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন।
(২২ মার্চ) শনিবার বিকেলে কক্সবাজার সৈকত লাগোয়া হোটেল জলতরঙ্গের হলরুমেআয়োজিত বোর্ড সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদতবারক হোসাইন। কোম্পানীর ডিরেক্টর মার্কেটিং এন্ড প্রমোশন মোয়াজ্জেম হোসাইন সাকিলের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মুকিত চৌধুরী। সভায় পরিচালকরা জানান, কোম্পানীকে দূর্নীতিবাজের হাত থেকে রক্ষা করার ফলে এখন থেকে পরিচালকরা যেমন লাভবান হবেন, তেমনি স্থানীয় জনগণের জন্যও সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে। বোর্ড মিটিং-এ সাবেক এমডি নুরুল হুদার দূর্নীতির প্রতিবাদে একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করেন ডিরেক্টর এইচআর মোসলেম উদ্দিন ভূঁইয়া, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দূর্নীতির দায়ে অপসারিত সাবেক এমডি নুরুল হুদার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় বোর্ড সভায়।
বোর্ড সভা শেষে এক ইফতার ও বিশেষ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন কোম্পানীর ডিরেক্টর অপারেশন এনামুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ বেলাল উদ্দিন ও মোহাম্মদ শাহাজাহান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মামুন ও জুনাইদ কাদের, উপদেষ্টা ডাক্তার শাহীন আবদুর রহমান চৌধুরী, রফিকুল হুদা চৌধুরী এবং ন্যায়পাল এডভোকেট গোলাম ফারুক খান কায়সার প্রমুখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।