শিরোনাম
ইউনিয়ন হসপিটালে Global Med Lab Week 2025 অনুষ্ঠিত। রামু সরকারি কলেজে ছাত্র অধিকার সংঘের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নানার বাড়ির দীঘির পাড়ে কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত লেখক-গবেষক শিক্ষক নুরুল আজিজ চৌধুরী বাফুফে টেকনিক্যাল সেন্টারের প্রস্তাবিত জমিতে উচ্ছেদ আতংকিত গ্রামবাসীর মানববন্ধন রামুতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন প্রকল্প, দর্শনীয় স্থান পরিদর্শনে জেলা প্রশাসক সালাহ উদ্দিন রামু সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান রামুতে পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত এনসিপি নেতাদের উপর হামলাকারী অভিযুক্ত জামাল গ্রেফতার প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী হচ্ছেন জাতীয় দলের নারী ফুটবলার কক্সবাজারের শাহেদা আক্তার রিপা কক্সবাজার- মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সী- ট্রাক চালু

ইউনিয়ন হসপিটালে Global Med Lab Week 2025 অনুষ্ঠিত।

সিবিএল নিউজ: ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি-তে ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত পালিত হয়েছে Global Med Lab Week 2025। সপ্তাহব্যাপী এই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল “Labs Save Lives”

ইউনিয়ন হসপিটালে সপ্তাহজুড়ে ল্যাব ভিজিট ও সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়, যেখানে হসপিটালের বিভিন্ন বিভাগের স্টাফদের অংশগ্রহণে বিশেষ ল্যাব ট্যুরের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা ল্যাব পরিচালনার বিভিন্ন দিক, রোগ নির্ণয়ে ল্যাবের ভূমিকা এবং সেবাপদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। অনুষ্ঠানে একাধিক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, ল্যাবরেটরি টেকনোলজি ও সেফটি কর্মশালা, যেখানে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, নিরাপত্তা বিধি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।লাইফ সাপোর্ট ও সেফটি ট্রেনিং, সেখানে জরুরি পরিস্থিতি মোকাবেলায় করণীয় ও ল্যাব স্টাফদের জন্য নিরাপত্তা ব্যবস্থাপনার প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ সেশনে লিড ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন প্যাথলজি বিভাগের কনসালটেন্ট ডা. মোহাম্মদ জিয়া উদ্দিন এবং স্পোকসপারসন হিসেবে ছিলেন ল্যাব ইন-চার্জ প্রভাস পাল।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ তবারক হোসাইন এবং বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মুকিত চৌধুরী।

প্যাথলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এটি ল্যাবরেটরি সেবার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং জনসচেতনতা বৃদ্ধিতে একটি সফল ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।




Developed by e2soft Technology