
সিবিএল নিউজ: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এমবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ এমবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৌরভ সামাদ খুররম। ইফতার আয়োজনটি সঞ্চালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি নাজমুল হাসান চৌধুরী ও নুসরাত একা।
আনন্দঘন পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিল অ্যালামনাইদের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধি করেছে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।