শিরোনাম
সেন্ট মার্টিন ফেরত ৭১ যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল এম বি গ্রীণ লাইন আবদুল আলী সিকদার বংশের ২২তম ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন আধুনিক সমাজ গঠনের অঙ্গীকারে পূর্ব জোয়ারিয়ানালা এলাকাবাসীর মতবিনিময় জাতীয় নাগরিক কমিটি, কুতুবদিয়া রাইজিং-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক কমিটির ফেইসবুক পেইজ এখন ব্লু বেইজ ভেরিফাইড সোনার পাড়া বীচে হাসিঘর ফাউন্ডেশন’র শীত উৎসব জন দুর্ভোগে নুনিয়া ছড়া বাসী জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার সদর এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

আবদুল আলী সিকদার বংশের ২২তম ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন

আবদুল আলী সিকদার বংশের ২২তম ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন:
প্রজন্মের হাতে কলম তোলে দিতে হবে: এড. আবুল মনসুর

নিজস্ব প্রতিবেদক, রামু প্রজন্মের হাতে কলম তোলে দিতে হবে। কলম হাতে নিয়ে পড়ালেখায় সুশিক্ষিত হতে হবে। তবেই আজকের প্রজন্ম ভবিষ্যতের সুনাগরিক হতে পারবে। সামনে দুর্দিন ঘনিয়ে আসছে। পড়ালেখায় সুশিক্ষিত হিসেবে নিজেকে তৈরি করতে ব্যর্থ হলে, ভবিষ্যৎ অন্ধকার। সুশিক্ষিত প্রজন্মই রক্তের বন্ধন সুদৃঢ় রেখে সমাজকে আলোকিত করে। রক্তের সম্পর্কের সাথে বিশ্বাসঘাতকতা করলে সমাজে নৈতিক অধঃপতন নেমে আসে। রক্তের সম্পর্ক সামাজিক বন্ধন টিকিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুধবার (২৫ ডিসেম্বর) রামুতে আবদুল আলী সিকদার বংশের ২২তম ইছালে ছওয়াব মাহফিলে এ কথা বলেন, আবদুল আলী সিকদার বংশ সংহিত সংঘ’র প্রধান উপদেষ্টা রামু উপজেলার সাবেক চেয়ারম্যান এড. আবুল মনসুর।

রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকায় আবদুল আলী সিকদার বংশের ফতেহ আলী মাতবর প্রজন্ম হামিদুর রহমান সিকদারের গৃহাঙ্গনে দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।

কক্সবাজারের রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠীর সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভাপতি সার্জেন্ট (অব:) মাহমুদুল হক সিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইছালে ছওয়াব মাহফিলে নিজ বংশ পরিচিতি উপস্থাপন করে বক্তৃতা করেন, আবদুল আলী সিকদার বংশের প্রজন্ম পুরুষরা।

প্রধান আলোচক এড. আবুল মনসুর বলেন, আমাদের আত্মীয়তার বন্ধন ও সামাজিক বন্ধনকে ধরে রাখতে হবে। আত্মীয়তার বিশ্বাসকে বাড়াতে হবে। আত্মীয়তার বন্ধনকে ধরে রাখতে হলে, পরিশ্রম করতে হবে। শিক্ষাকে ব্রত হিসেবে নিতে পারলেই, আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি পাবে। সব কিছুই ক্ষয় হয়, কিন্তু বিদ্যার ক্ষয় হয়না। শিক্ষিতের কলম বেশি চলে। আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সুন্দর প্রাপ্তির জন্য বিশ্বাস অর্জন হবে। সুন্দর বিশ্বাসে আত্মীয়তার সম্পর্কের উন্নয়ন ঘটে।

আত্মীয়তা ও সামাজিক বন্ধন সম্পর্কে আলোচনা করেন, ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সহ-সভাপতি কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ আলী হায়দার, ধেচুয়াপালং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মাদ আবু তাহের, মাওলানা মাহমুদুল হক সিকদার, জসিম উদ্দিন চৌধুরী, এড. তানভীর শাহ, পিবিআই’র উপ পুলিশ পরিদর্শক ওয়াহিদ রিফাত প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, বংশের পরিচয় জেনে ও পরষ্পর ভালোবাসার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, শরিয়তের বড় হুকুম। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর আর্থিক অবস্থান ও হায়াত আল্লাহ বাড়িয়ে দেন।

ইছালে ছওয়াব মাহফিলে আবদুল আলী সিকদার বংশের ও নিজ পরিচিতি উপস্থাপন করে বক্তৃতা করেন, ধেচুয়া পালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলী আহমদ, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ, ‘পরিবেশের জন্য কেন্দ্র’ মানবাধিকার ও উন্নয়ন ফোরামের (সিইএইচআরডিএফ) প্রধান নির্বাহী মো. ইলিয়াস মিয়া, রামু ব্লাড ডোনার’স এসোসিয়েশনের এডমিন মোর্শেদ আলম, রামু সরকারি কলেজের শিক্ষার্থী তাজউদ্দীন সিকদার।

দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিলে ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র প্রয়াত ব্যক্তিদের স্মরণে পবিত্র  খতমে কোরআন, তছবি তাহলীল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিচিতি সভার পরে মেজবানে অংশ নেন প্রজন্ম সদস্যরা। আবদুল আলী সিকদার বংশের ফতেহ আলী মাতবর প্রজন্ম কমিটির উপদেষ্টা আলহাজ্ব হামিদুর রহমান, আহবায়ক আবছার মিয়া, সদস্য সচিব মো. সালাহ উদ্দিন, যুগ্ম সচিব মো. নুরুল আলমের সার্বিক ব্যবস্থাপনায় এ ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন করা হয়।




Developed by e2soft Technology