শিরোনাম
সেন্টমার্টিনে যেতে নিবন্ধন সহ যা করতে হবে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএন): সৌরভ দেব সম্পাদক হিসেবে যোগদান সেনাবাহিনী প্রধানের কক্সবাজার পরিদর্শন: নতুন অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিশেষায়িত প্রতিষ্ঠান উদ্বোধন শুধু নির্বাচন দেওয়াটাই আমাদের কাজ নয়: উপদেষ্টা নাহিদ ‘রাজনীতিতে ভুল হলে খেসারত দিতে হয়: মির্জা ফখরুল বান্দরবানে চালু হলো প্রথম ছাদ খোলা বাস, পর্যটকদের জন্য নতুন আকর্ষণ সেন্টমার্টিনে পর্যটক যেতে না দেওয়া অবান্তর : জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি-তে নবনিযুক্ত নির্বাহী পরিষদ সদস্যদের সংবর্ধনা দরিয়া নগরে খাল ভরাট করে রেস্তোরা; যৌথ অভিযানে অবৈধ দখল উচ্ছেদ গোধুলীময় কক্সবাজার সৈকত: প্রকৃতির এক অতুলনীয় রূপ

আপনি কি চা খোর? তাহলে জেনে রাখুন

☕ চা বানানোর গুরুত্বপূর্ণ টিপসঃ ⤵️

☕ চিনি দিয়ে চা খাওয়ার অভ্যাস থাকলে কাপে চিনি দিন।কখনই চিনি,চা পাতা,পানি একসঙ্গে ফুটতে দেবেন না।এতে চায়ের গন্ধ নষ্ট হয়।

☕ এলাচ,লবঙ্গ,দারচিনি দেওয়া চা পছন্দ হলে তা ড্রাইরোস্ট করে থেঁতো করে তবেই ব্যবহার করুন।এতে আরও ভাল গন্ধ পাওয়া যায়।

☕ চা পাতা কখনই প্লাস্টিকের কৌটোতে নয়,কাঁচ কিংবা স্টিলের জারে সংরক্ষণ করুন।খেয়াল রাখবেন যাতে সরাসরি রোদ না লাগে কৌটোতে।

☕ রং চা বানানোর ক্ষেত্রে,পানি আর চা পাতা কিন্তু কখনই একসঙ্গে ফোটাবেন না।এতে গ্যাস নষ্ট,সময় নষ্ট সেই সঙ্গে চায়ের কোনও রকম স্বাদও পাওয়া যায় না।যেমনই চা পাতা হোক না কেন আগে পানি ফুটিয়ে গ্যাস বন্ধ করে তবেই চা পাতা দিন।এরপর ২ থেকে ৩ মিনিট ঢাকা দিয়ে রেখে ছেঁকে নিন।

☕ দুধ চা আর লিকার চা বানানোর পদ্ধতি কিন্তু একদম আলাদা।যে চায়ের পাতায় ভাল লিকার হয়,সেই পাতা দিয়ে দুধ চা বানাবেন না।এক্ষেত্রে দানা চা ( CTC Tea) ব্যবহার করুন।ভাল রং পাবেন।

☕ আদা দিয়ে চা করতে চাইলে আদা গ্রেট করে প্রথমে গরম পানির মধ্যে দিন।তাতে দু-একটা তুলসি পাতা,তিন থেকে চারটে লবঙ্গ,গোলমরিচ ফেলে দিতে পারেন।এই পানি ভাল ভাবে ফুটলে তারপরই গ্যাস বন্ধ করে চা পাতা দিন।দুকাপ চা হলে এক চা চামচ চা পাতা দিন।এই অনুপাতে চায়ের পাতা ব্যবহার করবেন।অতিরিক্ত চা পাতা দিলেই চা খেতে ভাল হবে,এই ধারনা একেবারে ভুল।

☕ লেবু চা বা কমলালেবুর চা পছন্দ হলে আগে থেকে খোসা ছাড়িয়ে তা রোদে শুকিয়ে রাখুন।খুব ভাল করে শুকনো হলে সেই খোসা গুঁড়ো করে অল্প পরিমাণ চায়ের সঙ্গে মিশিয়ে রাখুন।এতে স্বাদ ভাল হয়।




Developed by e2soft Technology