
সিবিএল নিউজ: রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের (RCESC) প্রাক্তন শিক্ষার্থী ফাতেমাতুজ জোহোরা রানি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। সম্প্রতি তিনি সম্পূর্ণ স্কলারশিপে দক্ষিণ আফ্রিকায় একটি আন্তর্জাতিক মানবাধিকার কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছেন। বিশ্বের হাজারো আবেদনকারীর মধ্য থেকে মাত্র ৪৭ জন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ প্রোগ্রামের সুযোগ পেয়েছেন, এবং তাদের মধ্যে রানির স্থান পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়।
চার মাসব্যাপী এই কর্মসূচিতে অংশ নিয়ে তিনি নেতৃত্ব উন্নয়ন ও সরাসরি মানবাধিকার সংক্রান্ত কার্যক্রমে কাজ করার সুযোগ পাবেন।
উজ্জ্বল শিক্ষাজীবন ও অর্জন
রানি ২০২১ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি একাডেমিক ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এবং বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করেন। পরবর্তীতে তিনি ভর্তি হন দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান আদমজি ক্যান্টনমেন্ট কলেজে।
শুধু পড়াশোনায় নয়, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমেও তিনি ছিলেন অনন্য। তিনি জেলা, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন। RCESC-এ প্রথমবারের মতো মডেল ইউনাইটেড নেশনস (MUN) চালু করার কৃতিত্ব তারই। এছাড়া, তিনি ছিলেন প্রতিষ্ঠানের প্রথম স্কুল প্রিফেক্ট। ছোটবেলা থেকেই তিনি সামাজিক কাজ, মানবাধিকার ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
প্রতিষ্ঠানের গর্ব
রানির এই সাফল্যে RCESC গর্বিত। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, “আমাদের শিক্ষার্থী আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরেছে—এটি আমাদের জন্য এক বিশাল অর্জন।”
প্রতিষ্ঠানের পক্ষ থেকে রানিকে আন্তরিক শুভেচ্ছা ও ভবিষ্যৎ জীবনের জন্য সাফল্যের অগ্রযাত্রা অব্যাহত রাখার শুভকামনা জানানো হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।