শিরোনাম
সেন্ট মার্টিন ফেরত ৭১ যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল এম বি গ্রীণ লাইন আবদুল আলী সিকদার বংশের ২২তম ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন আধুনিক সমাজ গঠনের অঙ্গীকারে পূর্ব জোয়ারিয়ানালা এলাকাবাসীর মতবিনিময় জাতীয় নাগরিক কমিটি, কুতুবদিয়া রাইজিং-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক কমিটির ফেইসবুক পেইজ এখন ব্লু বেইজ ভেরিফাইড সোনার পাড়া বীচে হাসিঘর ফাউন্ডেশন’র শীত উৎসব জন দুর্ভোগে নুনিয়া ছড়া বাসী জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার সদর এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

আধুনিক সমাজ গঠনের অঙ্গীকারে পূর্ব জোয়ারিয়ানালা এলাকাবাসীর মতবিনিময়

সিবিএল রিপোর্ট:আধুনিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে, গতকাল বাদ এশা পূর্ব জোয়ারিয়ানালা বায়তুল ফালাহ জামে মসজিদের প্রাঙ্গণে স্থানীয় অধিবাসীরা এক মতবিনিময় সভার আয়োজন করেন। এই সভায় এলাকার সমস্যা সমাধান, সামাজিক ঐক্য প্রতিষ্ঠা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

সভাটি সভাপতিত্ব করেন প্রবীণ সমাজসেবক জনাব রশিদ আহমদ। আলোচনায় বায়তুল ফালাহ মসজিদের ১৫০ বছরের ঐতিহাসিক গৌরব তুলে ধরে মসজিদের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

গৃহীত সিদ্ধান্তসমূহ:
সভায় সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী পুনরায় মসজিদের মুতওয়াল্লী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সিনিয়র আইনজীবী এডভোকেট এস্তেফাজুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সমাজ সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে একটি অস্থায়ী সমন্বয় কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ১১ জানুয়ারি ২০২৫ সালের মধ্যে একটি খসড়া নীতিমালা উপস্থাপন করবে, যা সমাজের অসামঞ্জস্য দূরীকরণ, মসজিদের অবকাঠামো উন্নয়ন এবং বৈষম্যহীন সমাজ গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত করবে।

উল্লেখযোগ্য ব্যক্তিদের উপস্থিতি:
সভায় উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তিবিদ মোহিব্বুল মোক্তাদীর তানিম, মাওলানা হেফাজেতুর রহমান, আইনজীবী নাসিম রিপন, আব্দুল মাবুদ, সাংবাদিক সৈয়দ আলমসহ আরও অনেকে।

স্থানীয় জনপ্রতিনিধি একরামুল হক বাবুল পূর্ববর্তী সভার সিদ্ধান্ত অনুসারে সার্বজনীন উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেন।

সভার সঞ্চালক ছিলেন এডভোকেট এনায়েত উল্লাহ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওহুব উল মুনকাদির আরজান এবং হাদিস পাঠ করেন মুস্তাদিউর রহমান। সভার শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করেন মুতওয়াল্লী মুজিবুর রহমান চৌধুরী।

পূর্ব জোয়ারিয়ানালা এলাকাবাসীর এই উদ্যোগ আধুনিক সমাজ গঠনের পথে একটি দৃঢ় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।




Developed by e2soft Technology