শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

আওয়ামী লীগের ‘দুই চরিত্র’ নিয়ে নাহিদ ইসলামের কড়া মন্তব্য

সিবিএল রিপোর্ট : আওয়ামী লীগের ভেতরে ‘দুই চরিত্রের’ অস্তিত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ একদিকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট শক্তির মাধ্যমে হত্যা, গুম, নির্যাতন চালাচ্ছে, অন্যদিকে সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের মাধ্যমে নিজেদের ফ্যাসিবাদকে বৈধতা দেয়ার চেষ্টা করছে।

নাহিদ ইসলামের বক্তব্যে উঠে আসে নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাদের সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং সেটিকে স্বাভাবিক করার প্রচেষ্টা নিয়ে সমালোচনা। তিনি দাবি করেন, বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকেরা আওয়ামী লীগের পদ হারানো নেতাদের কথা প্রচার করছে, যেন তারা এখন বিরোধী মতের অংশ।

তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি দেশে ব্যাপক হত্যাকাণ্ড ও সহিংসতা সংঘটিত হয়েছে, যার শিকার হয়েছেন শিশু, নারী, শিক্ষার্থীসহ অনেকেই। তার মতে, এখনও আওয়ামী লীগ গণহত্যার হুমকি দিয়ে যাচ্ছে এবং সেই দলকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে।

নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে এবং যারা গণমাধ্যমে নিষিদ্ধ সংগঠন ও ফ্যাসিস্টদের প্রচার দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।




Developed by e2soft Technology