সিবিএল রিপোর্ট : আওয়ামী লীগের ভেতরে ‘দুই চরিত্রের’ অস্তিত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ একদিকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট শক্তির মাধ্যমে হত্যা, গুম, নির্যাতন চালাচ্ছে, অন্যদিকে সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের মাধ্যমে নিজেদের ফ্যাসিবাদকে বৈধতা দেয়ার চেষ্টা করছে।
নাহিদ ইসলামের বক্তব্যে উঠে আসে নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাদের সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং সেটিকে স্বাভাবিক করার প্রচেষ্টা নিয়ে সমালোচনা। তিনি দাবি করেন, বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকেরা আওয়ামী লীগের পদ হারানো নেতাদের কথা প্রচার করছে, যেন তারা এখন বিরোধী মতের অংশ।
তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি দেশে ব্যাপক হত্যাকাণ্ড ও সহিংসতা সংঘটিত হয়েছে, যার শিকার হয়েছেন শিশু, নারী, শিক্ষার্থীসহ অনেকেই। তার মতে, এখনও আওয়ামী লীগ গণহত্যার হুমকি দিয়ে যাচ্ছে এবং সেই দলকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে।
নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে এবং যারা গণমাধ্যমে নিষিদ্ধ সংগঠন ও ফ্যাসিস্টদের প্রচার দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।