শিরোনাম
রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে অনুষ্ঠিত রামু প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানে সম্মাননা পেল কোয়ান্টাম সোনাদিয়া দ্বীপে রয়েছে সাত লাখ টন মূল্যবান খনিজ সম্পদ কক্সবাজারে পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে বিশ্ব শহর দিবস উদযাপন

আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ

কক্সবাজারে দায়িত্বশীল পর্যটন উন্নয়নে জাতীয় সেমিনার অনুস্টিত

সিবিএল নিউজ: “দায়িত্বশীল পর্যটন: চর্চা, শাসন ও অংশীদারিত্ব” শীর্ষক জাতীয় সেমিনার আজ ওশান প্যারাডাইস হোটেলে অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের অন্যতম প্রধান উপকূলীয় গন্তব্য কক্সবাজারে টেকসই পর্যটনের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) **“ইমপ্রুভিং স্কিলস অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিজ ফর উইমেন অ্যান্ড ইয়ুথ ইন কক্সস বাজার (ISEC)”** প্রকল্পের আওতায় আয়োজিত এবং **এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড** কর্তৃক বাস্তবায়িত এই সেমিনারটি **গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা**-এর সহায়তায় অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে নীতি-নির্ধারক, বেসরকারি খাতের নেতা, পর্যটন পেশাজীবী এবং স্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যাতে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল পর্যটন বিকাশের পথ নিয়ে আলোচনা হয়।

**বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন** উদ্বোধনী বক্তব্যে বলেন, *“পর্যটনের বিকাশ প্রকৃতির ক্ষতির বিনিময়ে হতে পারে না। আমাদের লক্ষ্য হলো এমন গন্তব্য তৈরি করা যা হবে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশ-সমন্বিত।”*

**যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মঈজ্জেম হোসেন** বলেন, কক্সবাজারে নারী ও যুবদের পর্যটন সংশ্লিষ্ট দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি হোটেল ও রেস্টুরেন্টগুলোকে প্রশিক্ষিত তরুণ-তরুণী নিয়োগ এবং সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

সেমিনারে দুটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যা শিল্প বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে অর্থবহ সংলাপের সুযোগ তৈরি করে।

প্রথম অধিবেশনের শিরোনাম ছিল **“Empowering Women and Youth through Decent Work and Inclusive Growth in the Tourism Sector”**,  **শেয়ারট্রিপের সিইও সাদিয়া হক**, **কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি জাহানারা ইসলাম**,টুয়াক আহবায়ক ও ট্রাভেল মার্কের সি,ই,ও মিজানুর রহমান মিল্কী, এবং **দ্য ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ** বক্তব্য রাখেন। তাঁরা পর্যটনকে একটি সম্মানজনক ও লিঙ্গসমতা-বান্ধব পেশা হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং নারী উদ্যোক্তাদের সফলতা তুলে ধরার আহ্বান জানান।

দ্বিতীয় অধিবেশনের বিষয় ছিল **“Building Climate-Resilient Destinations: Policy, Innovation, and the Future of Responsible Tourism”**, যেখানে **ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শোয়েবুর রহমান** এবং **রাখাইন সাসটেইনেবল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মং আয়ে খেন** অংশগ্রহণ করেন। তাঁরা বলেন, স্থানীয় ও আদিবাসী জনগোষ্ঠীর জ্ঞান ও অভিযোজনমূলক অনুশীলনগুলো টেকসই পর্যটন শাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

**আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন** বলেন, আইএলও কক্সবাজারে এমন একটি পর্যটন খাত গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যা মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি করবে এবং স্থানীয় জনগণকে ক্ষমতায়ন করবে।
**এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ খান** বলেন, সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বিত সহযোগিতা ছাড়া টেকসই পর্যটন ব্যবস্থাপনা ও দায়িত্বশীল উদ্যোক্তা উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে **“Safe Entry” নামের হোটেল সেফটি ম্যানেজমেন্ট সফটওয়্যারটি কক্সবাজার জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হয়**, যা পর্যটন নিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত। এই হস্তান্তর কার্যক্রম পরিচালনা করেন **আইএলও’র ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার এম. নবীদ আকবর**।

এছাড়াও, অনুষ্ঠানে **“Destination Development Plan for Cox’s Bazar”** বইটির প্রচ্ছদ উন্মোচন করা হয়। উন্মোচন করেন **বাংলাদেশ পর্যটন বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন** ও **আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন**।

দিনব্যাপী সেমিনারে আরও ছিল নারী ও যুব উদ্যোক্তাদের তৈরি পরিবেশবান্ধব আতিথ্যসেবা, স্থানীয় হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার এবং কক্সবাজারের গন্তব্য-ভিত্তিক অভিজ্ঞতা প্রদর্শনী। অনুষ্ঠানটি একটি সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শেষ হয়, যেখানে স্থানীয় ঐতিহ্য ও প্রতিভা উদযাপিত হয়।






সর্বশেষ

Developed by e2soft Technology