শিরোনাম
কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানে সম্মাননা পেল কোয়ান্টাম সোনাদিয়া দ্বীপে রয়েছে সাত লাখ টন মূল্যবান খনিজ সম্পদ কক্সবাজারে পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে বিশ্ব শহর দিবস উদযাপন ১৮৫ দেশ ভিসা ছাড়াই ঘুরে বেড়ানো যায় যে পাঁচ দেশের পাসপোর্টে 🇱🇰 শ্রীলংকা বনাম 🇧🇩 বাংলাদেশ ট্যুরিজম: কোথায় এগিয়ে, কোথায় পিছিয়ে? ইনানী নয়, পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যাবে নুনিয়া ছড়া থেকে

সোনার পাড়া বীচে হাসিঘর ফাউন্ডেশন’র শীত উৎসব

নিজস্ব প্রতিবেদক, রামু:

সমুদ্র সৈকত কক্সবাজারে প্রথমবারের মতো শীত উৎসব উদযাপন করেছে হাসিঘর ফাউন্ডেশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কক্সবাজার সমুদ্র সৈকতের সোনার পাড়া বীচ পয়েন্টে এ উৎসব উদযাপন করে উখিয়া উপজেলা হাসিঘর ফাউন্ডেশন। মঙ্গলবার দুপুর ২টা থেকে গান, কবিতা, র‍্যাফেল ড্র সহ নানা আয়োজনে অনুষ্ঠিত শীত উৎসব রাত ৯টায় শেষ হয়।

শীত উৎসবে সভাপতিত্ব করেন, হাসিঘর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার।

সাইফুল ইসলাম শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠিত শীত উৎসবে বক্তব্য রাখেন, কক্সবাজার সময় অনলাইনের সম্পাদক হামিম ফরহাদ সায়েম, হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সদস্য পি এম মোবারক, তাওহিদুর রহমান ফরহাদ, সংগঠনের ইন্সটিটিউশনাল অ্যাফেয়ার্স উইং কো-অর্ডিনেটর সৃজন কর, উখিয়া শাখার সিনিয়র সদস্য মেহেদী হাসান, ইয়াসির আরফাত, শাহরিয়ার তানবীর রিফাত, নোমান মোহাম্মদ তারেক, সায়েদ উর রহমান সাকিব, আবুল কাশেম শাকিব, রাইহান আশরাফ মাজেদ, সামির, আমিন, তাওসিফ।

শীত উৎসবে মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন, শীতের সুন্দর বিকেলে সমুদ্র সৈকতে বসেছি স্বেচ্ছাসেবী ও মানবিক কিছু মানুষ। যে মানুষরা সামাজিক ও মানবিকতায় নিজেকে স্বতঃস্ফূর্তভাবে নিয়োজিত রাখেন। মানবিকতার মানুষগুলোর অংশগ্রহণ দেখে আমি সত্যিই অভিভূত। আমরা উৎসাহিত এমন নান্দনিক আয়োজনে আপনাদের
সাথে পেয়ে। এই ধারা অব্যাহত রাখতে হবে এবং দেশের কল্যাণে আরো বেশি করে হাঁসিঘর ফাউন্ডেশনকে নিয়োজিত রাখতে হবে।

তিনি আরও বলেন, হাসিঘর ফাউন্ডেশন হলো শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন। অসহায়ের মুখে হাসি ফুটাবো’ স্লোগানকে ধারণ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এ সংগঠনের মাধ্যমে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত,গরীব ও ভবঘুরে মানুষের জন্য কাজ করে। এই সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ দ্বারা পরিচালিত হয়। এ সংগঠনের ইন্সটিটিউশনাল অ্যাফেয়ার্স উইং এর অধীনে বিভিন্ন স্কুল ও কলেজে শাখা রয়েছে। যাতে করে শিক্ষার্থীরা সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসে।




Developed by e2soft Technology