শিরোনাম
কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানে সম্মাননা পেল কোয়ান্টাম সোনাদিয়া দ্বীপে রয়েছে সাত লাখ টন মূল্যবান খনিজ সম্পদ কক্সবাজারে পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে বিশ্ব শহর দিবস উদযাপন ১৮৫ দেশ ভিসা ছাড়াই ঘুরে বেড়ানো যায় যে পাঁচ দেশের পাসপোর্টে 🇱🇰 শ্রীলংকা বনাম 🇧🇩 বাংলাদেশ ট্যুরিজম: কোথায় এগিয়ে, কোথায় পিছিয়ে? ইনানী নয়, পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যাবে নুনিয়া ছড়া থেকে

সোনাদিয়া দ্বীপ — কক্সবাজারের খুব কাছে, অথচ অন্য এক পৃথিবী

সিবিএল ট্রাভেল: কক্সবাজার শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বিস্তৃত সোনাদিয়া দ্বীপ, যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি। নৈঃশব্দ আর নির্জনতার মাঝে এই দ্বীপ প্রকৃতিপ্রেমী ও নিরিবিলি সময় কাটাতে চাওয়া মানুষদের জন্য স্বর্গভূমি।

 

সমুদ্রের গর্জন আর লোনা বাতাসের সঙ্গে মিশে আছে ম্যানগ্রোভ বনের সবুজ সৌন্দর্য। শীতকালে এখানে আশ্রয় নেয় শত শত পরিযায়ী পাখি — বকের দল, চিল, বালিহাঁস, শামুকখোলসহ নানা প্রজাতির অতিথি পাখি। এই দ্বীপ তাই এক অর্থে পরিযায়ী পাখির অভয়ারণ্যও বটে।

সোনাদিয়ার বালুকাময় তট, লাল কাঁকড়ার চলাচল, আর পানির স্বচ্ছতা একে করে তুলেছে ছবির মতো সুন্দর। সন্ধ্যা নামলে যখন পূর্ণিমার চাঁদ উঠতে শুরু করে, তখন গোটা দ্বীপ রূপ নেয় এক স্বপ্নিল জগতে। সমুদ্রের ওপর চাঁদের প্রতিফলন আর ঢেউয়ের ছন্দে সেই দৃশ্য যেন মনে গেঁথে যায় চিরদিনের মতো।

 

কক্সবাজার থেকে সহজেই নৌযানে করে যাওয়া যায় এই দ্বীপে। তাই যারা ভিড়ভাট্টার বাইরে গিয়ে প্রকৃতির নিসর্গে কিছুটা সময় কাটাতে চান, সোনাদিয়া দ্বীপ হতে পারে তাদের জন্য সবচেয়ে সুন্দর গন্তব্য।

📍 যাত্রাপথ: কক্সবাজার ৬ নং ঘাট অথবা উত্তর নুনিয়া ছড়া বি আই ডব্লিও টি এ ঘাট থেকে ট্রলার অথবা স্পিড বোটে সরাসরি সোনাদিয়া বা  মহেশখালীর গোরকঘাটা হয়ে অল্প সময়ের নৌভ্রমণেই পৌঁছে যাওয়া যায় সোনাদিয়া দ্বীপে।

☀️ সেরা সময়: শীতকাল ও পূর্ণিমার রাত — প্রকৃতির সৌন্দর্য উপভোগের শ্রেষ্ঠ সময়।




Developed by e2soft Technology