শিরোনাম
যেভাবে গ্রেফতার হলেন সাংবাদিক মুন্নি সাহা রামুতে সত্তর, আশি ও নব্বই দশকের খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ অনুস্টিত অ্যাপের এজেন্ট জাহাজ মালিক: টিকেট কাটলেই মিলবে ট্রাভেল পাস জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ সেন্টমার্টিনে কোন জাহাজ ঢুকতে না দেওয়ার ঘোষণা দ্বীপবাসীর ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ যাত্রাবাড়ীতে হাসনাত কে আবার গাড়ী চাপা দিয়ে হত্যা চেস্টা সেন্টমার্টিন নিয়ে যে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেস্টা রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠি আবদুল আলী সিকদার বংশের ইছালে ছওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর রামু সোনালী অতীত ফুটবল ক্লাবে সংবর্ধিত

রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক, রামু:
রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সুধী সমাবেশ ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে সকালে বার্ষিক সাধারণ সভা এবং বিকালে রামু সমিতি, ঢাকার সহযোগিতায় ২২ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও স্কুলের প্রথম ব্যাচের ৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।

সুধী সমাবেশ,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেধাবৃত্তি সমন্বয় কমিটির আহবায়ক এ্যাডভোকেট আবুল মনসুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রামু সমিতি,ঢাকার সভাপতি ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব মাফরুহা সোলতানা।

বিশেষ অতিথির বক্তব্য দেন, কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও রামু ল্যাবরেটরি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর মো. ছলিমুর রহমান, কক্সবাজার জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এড. নুরুল ইসলাম, গ্রামীন ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার জান্নাত ই কাওনাইন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক সুনীল বড়ুয়া।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য দেন, রামু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্রতীম বড়ুয়া, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফ ও ল্যাবরেটরি স্কুলের প্রথম ব্যাচের কৃতি শিক্ষার্থী নুসরাত সাদিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব মাফরুহা সোলতানা বৃত্তিপ্রাপ্ত ও সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য স্বপ্ন দেখতে হবে। মনেপ্রাণে দৃঢ়তার সাথে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে গেলেই সফলতা হাতের মুঠোয় ধরা দেয়। স্বয়ং সৃষ্টিকর্তাও তাদের সফল হতে সহযোগিতা করে। রামুর কোন পরিবারে যেন কেউ নিরক্ষর না থাকে। প্রতিটি ঘরে যেন একেকটি বাতি জলে উঠে।

তিনি আরও বলেন- রামুর অতীত ইতিহাস-ঐতিহ্য অনেক গৌরবের। রামুর এ গৌরবগাঁথা বর্তমান প্রজন্মকে ধরে রাখতে হবে। রামু যেন আগের মতো সারা বাংলাদেশে স্ব-মহিমায় পরিচিতি লাভ করতে পারে। এ জন্য রামু সমিতি, ঢাকা দরিদ্র-মেধাবি শিক্ষার্থীদের পাশে ছিলো, ভবিষ্যতেও থাকবে।

এর আগে সকালে অনুষ্ঠিত বিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ছলিমুর রহমান। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও অর্থ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন মো. শফিকুল ইসলাম।




Developed by e2soft Technology