শিরোনাম
যেভাবে গ্রেফতার হলেন সাংবাদিক মুন্নি সাহা রামুতে সত্তর, আশি ও নব্বই দশকের খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ অনুস্টিত অ্যাপের এজেন্ট জাহাজ মালিক: টিকেট কাটলেই মিলবে ট্রাভেল পাস জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ সেন্টমার্টিনে কোন জাহাজ ঢুকতে না দেওয়ার ঘোষণা দ্বীপবাসীর ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ যাত্রাবাড়ীতে হাসনাত কে আবার গাড়ী চাপা দিয়ে হত্যা চেস্টা সেন্টমার্টিন নিয়ে যে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেস্টা রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠি আবদুল আলী সিকদার বংশের ইছালে ছওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর রামু সোনালী অতীত ফুটবল ক্লাবে সংবর্ধিত

রামুর প্রজ্ঞমিত্র বনবিহারে কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন

খালেদ শহীদ, রামু:

রামুর প্রাচীন বৌদ্ধ বিহার উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। এতে দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারের শতাধিক ভিক্ষু-শ্রামণ ও হাজারো পূণ্যার্থীর অংশ নেয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালের ধর্মীয় কর্মসূচি ভোরে বুদ্ধকীর্তন, বুদ্ধপূজা সহকারে গ্রামে মঙ্গল শোভাযাত্রা, সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, প্রয়াত প্রজ্ঞামিত্র মহাথেরো ও প্রয়াত সারমিত্র মহাথেরোর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন, অষ্টপরিস্কারসহ মহা-সংঘদান, মহতী ধর্মসভা, ভিক্ষু-শ্রামণ সংঘকে পিন্ডদানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ, প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথেরো এবং বিহারের প্রয়াত দুই অধ্যক্ষ, মৈত্রীপ্রদীপ প্রজ্ঞামিত্র মহাথেরোর ১৭তম প্রয়াণ দিবস ও বাগ্মী প্রবর সারমিত্র মহাথেরোর পারলৌকিক সদগতি কামনায় এ দানোৎসবের আয়োজন করে উত্তর মিঠাছড়ি বড়ুয়া পাড়া গ্রামবাসী।

ধর্ম সভায় বৌদ্ধ ভিক্ষুরা বলেন, কঠিন চীবর দান বৌদ্ধদের জাতীয় ও অন্যতম ধর্মীয় দানানুষ্ঠান। এ দানের ফলে অর্জিত পূণ্যরাশি জন্ম-জন্মান্তরে প্রবাহিত হয়ে এর সুফল প্রদান এবং নির্বাণ লাভের হেতু উৎপন্ন করে থাকে। এই অনুষ্ঠানকে দানশ্রেষ্ঠ বা দানোত্তম কঠিন চীবর দান বলা হয়।

দুই পর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ভারতের বোম্বে অজান্তা বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভারতীয় উপ-সংঘরাজ ধর্মরত্ন মহাথেরো এবং উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের মহাপরিচালক বিজয় রক্ষিত মহাথেরো। বিমুক্তি নিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ করুণাশ্রী মহাথেরো ধর্মসভায় স্বাগত ধর্মদেশনা এবং প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ শীলমিত্র থেরো উদ্বোধনী ধর্মদেশনা করেন।

মহতী ধর্মসভায় প্রধান জ্ঞাতি হিসেবে ধর্মদেশনা করেন, আমেরিকার নিউইয়র্ক ব্রহ্মবিহার ও ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠা অধ্যক্ষ ড. সত্যানন্দ মহাথেরো। চট্টগ্রামের চন্দনাইশ পূর্ব জোবরা সদ্ধম্ম বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ জিনপাল মহাথেরো। বিশেষ ধর্মদেশনা করেন, উখিয়া উত্তর বড়বিল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাকাশ্যপ মহাথেরো। কক্সবাজার উ:কুশল্ল্যা বৌদ্ধ বিহারের বিহারের অধ্যক্ষ জ্ঞানপ্রিয় মহাথেরো, রাংকুট বনাশ্রয় বৌদ্ধ বিহারের প্রজ্ঞাশ্রী মহাথেরো, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ শীলপ্রিয় মহাথেরো।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, উখিয়া চৌধুরী পাড়া বৌদ্ধ বিহারের প্রজ্ঞাশাক্য ভিক্ষু। শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলবাণী পাঠ করেন, প্রজ্ঞাচিত্ত্বা ভিক্ষু ও প্রজ্ঞা উপেক্ষা ভিক্ষু। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন উপাসক কল্যাণ বড়ুয়া।

দুপুরে অতিথি ভোজন, কল্পতরু সহকারে কঠিন চীবর পরিক্রমা, বিকালে ধর্মসভা, কঠিন চীবর ও কল্পতরু উৎসর্গ, সন্ধ্যায় বাংলাদেশ সহ বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সুষ্ঠু ও সুন্দর এবং উৎসবমূখর দানোৎসব সম্পন্ন করতে পারায় স্থানীয় প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সদস্য সহ আগত পূণ্যার্থীদের প্রতি উত্তর মিঠাছড়ি বড়ুয়া পাড়া গ্রামবাসী ও বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন, উত্তর মিঠাছড়ি বড়ুয়া পাড়ার সমাজপতি (সর্দার) বাবুল বড়ুয়া, প্রজ্ঞামিত্র বনবিহার পরিচালনা কমিটির উপদেষ্টা রনজিত বড়ুয়া, কার্যকরী সভাপতি তরুণ বড়ুয়া, সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক কীর্তনীয়া দয়াল বড়ুয়া।




Developed by e2soft Technology