শিরোনাম
গুগল, ফেসবুকসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চুড়ান্ত পর্বে মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় ও মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আয়বর্ধক মানুষে পরিণত করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে রামুতে নারী ও যুব অধিকার বাস্তবায়ন বিষয়ক সংলাপে বক্তারা: যুবরা হলেন সমাজের প্রাণশক্তি, যুব ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। স্মৃতিকথা, গান, কবিতায় স্মরণ: সব্যসাচী লেখক আশীষ কুমার ছিলেন একজন সার্থক আধুনিক কবি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবিতে: রামুতে মানববন্ধন ও সমাবেশ রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি আবছার মিয়া, সাধারণ সম্পাদক নুরুল হাসান উখিয়ায় হাসিঘর ফাউন্ডেশন প্রীতি বীচ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: ‘আলফা ফুটবল একাদশ’ ৪-৩ গোলে হারিয়েছে ‘ব্রাভো ফুটবল একাদশ’কে পেশাদারিত্ব ও আত্মমর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে রামুর সাংবাদিকরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি’র বিক্ষোভ মিছিল কক্সবাজারে

রামুতে সাংবাদিকদের সাথেজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদকের মত বিনিময়

বৈষম্যমুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ দেশ গঠনে
সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে
নিজস্ব প্রতিবেদক, রামু: বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান আল আমিন মো. সিরাজুল ইসলাম বলেছেন- বৈষম্যমুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। এ জন্য তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংবাদিকতার পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী।
রামুতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফাতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার, ১০ মার্চ বিকালে রামু বাইপাসস্থ একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখা এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু নাঈম মোহাম্মদ হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- দৈনিক হিমছড়ি পত্রিকার সম্পাদক হাসানুর রশিদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাধারণ সম্পাদক এসএম জাফর, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার সমাজ কল্যান সম্পাদক ও ফতেখাঁরকুল ইউনিয়ন সভাপতি সৈয়দ সোহরাব হোসেন, রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এম আবদুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক সোয়েব সাঈদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা রফিকুল আলম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান তাঁর বক্তব্যে বলেন- ৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও দেশ এখনো সঠিক পথে এগিয়ে যায়নি। ৯০ এর গণঅভ্যূত্থানেওর পর দেশে কাংখিত পরিবর্তন আসেনি। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিষ্ট আওয়ামী লীগের পতনের বর্তমানে একটি অর্ন্তবর্তী সরকার দেশ পরিচালনা করছে। আগামী ৬ মাস বা ১ বছর পর যে কোন মূহুর্তে এদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণ যেন তাদের কাংখিত দলকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় এনে দেশের সত্যিকার উন্নয়ন-অগ্রগতি অর্জনে ভূমিকা রাখতে পারে। এ জন্য সবচেয়ে বেশী অগ্রনী ভূমিকা পালন করতে হবে জাতির বিবেক সাংবাদিকদের।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কলঘর আবু বকর ছিদ্দিক বালিকা মাদ্রাসার সুপার মাওলানা শরিফুল হক, উপাধাক্ষ্য মাওলানা নুরুল হাকিম, মাওলানা বশির উদ্দিন, মাহাবুবর রহমান, আবদুল্লাহ আল মামুন সেলিম, মাওলানা হাবিব উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেড়ারেশনের রামু উপজেলা সভাপতি মোক্তার আহমদ প্রমূখ।
মতবিনিময় সভা ও ইফাতার মাহফিলে রামুর সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, সদস্য কামাল হোসেন, আহমদ ছৈয়দ ফরমান, নুরুল হক সিকদার, মো. আবদুল্লাহ এবং অন্যান্য কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




Ads NewsCraft

সর্বশেষ

Developed by e2soft Technology