শিরোনাম
নুরুল আবছার সিকদারকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করলেন নোবেল জয়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। পর্যটনবান্ধব অবকাঠামো ও জনসেবা নিশ্চিত করতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত ন্যায্য চাকরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কক্সবাজারের ট্যুর অপারেটরদের অঙ্গীকার রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর সংবর্ধিত “সায়মুন সংসদ”-এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রামুতে যাত্রীবাহি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু সন্তানসহ প্রাণ হারালেন আইনজীবী: আহত চারজন জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য হুমকি সংকীর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: ছয় লাইন করার দাবীতে রামুতে মানববন্ধন ও সমাবেশ রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই

রামুতে প্রীতি ফুটবল ম্যাচ গোলশূন্য ড্র; যুগ্ম চ্যাম্পিয়ন লামা ফুটবল একাডেমি ও রামু ফুটবল ট্রেনিং সেন্টার

রামুতে প্রীতি ফুটবল ম্যাচ গোলশূন্য ড্র; যুগ্ম চ্যাম্পিয়ন লামা ফুটবল একাডেমি ও রামু ফুটবল ট্রেনিং সেন্টার

খালেদ শহীদ
রামুতে ফুটবলের মান উন্নয়নে আঞ্চলিক প্রীতি ফুটবল ম্যাচে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে লামা ফুটবল একাডেমি ও রামু ফুটবল ট্রেনিং সেন্টার।  শনিবার বিকাল চারটায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়ে, লামা ফুটবল একাডেমি বনাম রামু ফুটবল ট্রেনিং সেন্টার। উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শক উচ্ছ্বসিত হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি গোল শূণ্য ভাবে শেষ হয়।

রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সুবীর বড়ুয়া বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক অনুপ বড়ুয়া অপু, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি কিশোর বড়য়া, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সহ-সভাপতি বিমল বড়ুয়া, সাধারণ সম্পাদক খালেদ শহীদ, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিঃ সভাপতি রুহুল আমিন রকি, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক আহ্বায়ক তরুপ বড়ুয়া, সাবেক অর্থ সম্পাদক সুকুমার বড়ুয়া বুলু, সাবেক ফুটবলার তুহিন বড়ুয়া শানু, প্রবাল বড়ুয়া নিশান, রিটু বড়ুয়া, কাকন বড়ুয়া, আহমদ, আবুল মনছুর। অতিথিরা বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তোলে দেন।

বিপ্লব মল্লিকের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন। খেলা পরিচালনায় ওমর ফারুক মাসুম রেফারি, ছোটন ও আবছার সহকারি রেফারির দায়িত্ব পালন করেন। ধারাভাষ্যে ছিলেন, মোহাম্মদ আবদুল্লাহ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন রকি ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমকে রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

লামা ফুটবল একাডেমি: মো. শামসু (গোলরক্ষক), মো. শাহীন (অধিনায়ক), মো. মোর্শেদ, সানি ত্রিপুরা, মংবো মার্মা, প্রভীন ত্রিপুরা, সিংসিং মার্মা, মানিক, উজু ওয়াং, যনি ত্রিপুরা, মংসিং। অতিরিক্ত খেলোয়াড়: মো. মুবিন, উজয়ে মার্মা। রামু ফুটবল ট্রেনিং সেন্টার: সাইফুল (গোলরক্ষক), রিদুয়ান (অধিনায়ক), জমির, চাঁদ, সোহেল, কবির, জিহাদি, সুজয়, ইসমাইল, ইমরান, হোবাইব। অতিরিক্ত খেলোয়াড়: জসিম, সাইমুন, সচিন বড়ুয়া, হাবিব কামাল, আবদুল্লাহ, হাসান, তামিম, রবিউল, হাবিব, বাবু।




Developed by e2soft Technology