শিরোনাম
রামু সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান সড়ক দুর্ঘটনায় কলাতলীর মুক্তিযোদ্ধার পুত্র নিহত জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত রামুতে তারুণ্যের উৎসব আন্তঃ স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রামুতে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন পরিষদ গঠিত কক্সবাজার সরকারি কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার শপথ ও পিকনিক অনুষ্ঠিত ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শীতার্তদের পাশে কসউবি ২০১১ ব্যাচ কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

রামুতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: রামুতে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ২ জানুয়ারী সকালে রামু উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এক র্যালী সমাজসেবা কার্যালয় থেকে শুরু হয়ে রামুর গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিবের সভাপতিত্বে এবং শিশু সুরক্ষায় নিয়োজিত সমাজকর্মী হোসনে মোবারক মিনারের সঞ্চালনায় অনুষ্ঠিত  আলোচনা সভায় বক্তব্য দেন, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলার সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম, সহকারী সমাজসেবা কর্মকর্তা রুজিনা আকতার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি যায়েদ বিন আমান, সমাজকর্মী মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, রেজাউল করিম টিপু, মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক সালমান শাহ আবীর, সোশ্যাল এইড এর প্রোগ্রাম ম্যানেজার মো. নাছির উদ্দিন প্রমূখ। উক্ত রেলি ও আলোচনা সভায় উপজেলার সকল অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিগণ, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও  বয়ষ্ক, বিধবা, প্রতিবন্ধী, এতিম শিশু, হিজড়াসহ সমাজসেবা কার্যালয়ের উপকারভোগীরা অংশগ্রহন করেন। সভায় সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন সেবা নিয়ে আলোচনা করা হয়।




Developed by e2soft Technology