শিরোনাম
কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানে সম্মাননা পেল কোয়ান্টাম সোনাদিয়া দ্বীপে রয়েছে সাত লাখ টন মূল্যবান খনিজ সম্পদ কক্সবাজারে পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে বিশ্ব শহর দিবস উদযাপন ১৮৫ দেশ ভিসা ছাড়াই ঘুরে বেড়ানো যায় যে পাঁচ দেশের পাসপোর্টে 🇱🇰 শ্রীলংকা বনাম 🇧🇩 বাংলাদেশ ট্যুরিজম: কোথায় এগিয়ে, কোথায় পিছিয়ে? ইনানী নয়, পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যাবে নুনিয়া ছড়া থেকে

রামুতে খালের পানিতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রামু: রামুতে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার, ৯ এপ্রিল বিকালে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইলিশিয়া পাড়া এলাকার সোনাইছড়ি নামক খালে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, ইলিশিয়াপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ হাবিব (৭) ও রমজান আলীর ছেলে ইয়াছিন (৬)।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স- খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের সকলের অগোচরে দুই শিশু খালের পানিতে মাছ ধরার জন্য গিয়েছিলো। একপর্যায়ে তাঁরা নিখোঁজ হলে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাদের মৃতূদেহ খাল থেকে উদ্ধার করা হয়। নিহত দুই শিশু আপন চাচাতো-জেঠাতো ভাই বলেও জানান তিনি।
এদিকে পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যুতে ঐ এলাকায় শোকের মাতম চলছে।




Developed by e2soft Technology