শিরোনাম
কক্সবাজারে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিচার দাবি – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) “ঐতিহ্য, সংহতি ও মানবতার মিলনমেলা – আসছে কসউবিয়ান ইফতার ২০২৫” জেনাসের উদ্যোগে ফায়ার সেফটি প্রশিক্ষণ অনুষ্ঠিত মাগুরায় নির্যাতিত শিশুটির জীবন সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা রামুতে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত রামুতে সাংবাদিকদের সাথেজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদকের মত বিনিময় BiTT-তে ফুড অ্যান্ড বেভারেজ ও হাউজকিপিং কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির গণ ইফতার ও দোয়া মাহফিল মালখানার ইয়াবায়ও সেই এসপি রহমতের থাবা সাংবাদিক শাহীন মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধনের ডাক

যাত্রাবাড়ীতে হাসনাত কে আবার গাড়ী চাপা দিয়ে হত্যা চেস্টা

সিবিএল ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে বহনকারী গাড়িতে আবারও চাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দ্বিতীয় দফায় গাড়িচাপা দিয়ে হামলার চেষ্টা করা হয় বলে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন।

একটি গণমাধ্যমকে হাসনাত জানান, প্রথম মাতুয়াইলে একটি ট্রাক তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে পালিয়ে যায়। পরে গুলিস্তানে আবারও মিনি-ট্রাকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। শারীরিকভাবে সুস্থ থাকলেও পরপর দুর্ঘটনার বিষয়টি পরিকল্পিত বলে সন্দেহ হাসনাত আব্দুল্লাহর।
এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য গাড়িতে করে ঢাকা ব্যাক করলাম ৷ পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে আসলাম ৷ এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পিছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে!

তিনি বলেন, এসব ষড়যন্ত্র করে আর কত? কয়জন হাসনাত মারবেন? মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে! কিন্তু পিছু হটেনি ৷ ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত ৷ এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না ৷ এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয় ৷ আমরা মরতে শিখে গিয়েছি ৷
উল্লেখ্য, গতকাল (২৭ নভেম্বর) রাতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ঢাকায় ফেরার পথে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িতে হামলার চেষ্টা করা হয়। পরে রাতে দুজন একই ধরনের ফেসবুক পোস্ট দিয়ে বলেন,‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো- শহীদেরা মরে না।




Developed by e2soft Technology