শিরোনাম
গুগল, ফেসবুকসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চুড়ান্ত পর্বে মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় ও মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আয়বর্ধক মানুষে পরিণত করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে রামুতে নারী ও যুব অধিকার বাস্তবায়ন বিষয়ক সংলাপে বক্তারা: যুবরা হলেন সমাজের প্রাণশক্তি, যুব ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। স্মৃতিকথা, গান, কবিতায় স্মরণ: সব্যসাচী লেখক আশীষ কুমার ছিলেন একজন সার্থক আধুনিক কবি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবিতে: রামুতে মানববন্ধন ও সমাবেশ রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি আবছার মিয়া, সাধারণ সম্পাদক নুরুল হাসান উখিয়ায় হাসিঘর ফাউন্ডেশন প্রীতি বীচ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: ‘আলফা ফুটবল একাদশ’ ৪-৩ গোলে হারিয়েছে ‘ব্রাভো ফুটবল একাদশ’কে পেশাদারিত্ব ও আত্মমর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে রামুর সাংবাদিকরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি’র বিক্ষোভ মিছিল কক্সবাজারে

মারমেইড বীচ রিসোর্টের কব্জায় থাকা সরকারী জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিবিএল রিপোর্ট :
কক্সবাজারের রামু উপজেলার পেঁচারদ্বীপ সৈকতের বালুচরের উপর নির্মিত অন্তত ৫ একর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনব্যাপি অভিযান চালিয়ে দখলমুক্ত করে উপজেলা প্রশাসন। সাগরপাড়ের ওইসব সরকারি জমি দখল করে রেখেছিলো মারমেইড বীচ রিসোর্ট নামের একটি প্রতিষ্ঠান।

বালিয়াড়িতে স্থাপনা গড়ে সেখানে করা হতো ফুল মুন পার্টি। সেখানে একটি কাঠের সাঁকোও গড়ে তোলা হয়েছিলো।

অভিযান পরিচালনাকারী রামু উপজেলা সহকারি কমিশনার ভূমি সাজ্জাদ জাহিদ রাতুল জানান, দিনব্যাপি ওই অভিযানে বালুচরে গড়ে তোলা  অন্তত ৩০ টি অবৈধ কটেজ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের নির্দেশে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সাজ্জাদ জাহিদ।

এদিকে বৃহস্পতিবারের উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের উপরেও মারমেইড বীচ রিসোর্ট  কর্তৃপক্ষের লোকজন হেনস্তা করারও অভিযোগ উঠেছে।

সেখানে দায়িত্ব পালন করতে যাওয়া একাধিক গণমাধ্যমকর্মীরা জানান, তারা ছবি তুলতে গেলে রিসোর্টের লোকজন বাঁধা প্রদান করে। এক পর্যায়ে সংবাদকর্মীদের উপর চড়াও হয়। তবে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেন।




Ads NewsCraft

সর্বশেষ

Developed by e2soft Technology