শিরোনাম
যেভাবে গ্রেফতার হলেন সাংবাদিক মুন্নি সাহা রামুতে সত্তর, আশি ও নব্বই দশকের খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ অনুস্টিত অ্যাপের এজেন্ট জাহাজ মালিক: টিকেট কাটলেই মিলবে ট্রাভেল পাস জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ সেন্টমার্টিনে কোন জাহাজ ঢুকতে না দেওয়ার ঘোষণা দ্বীপবাসীর ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ যাত্রাবাড়ীতে হাসনাত কে আবার গাড়ী চাপা দিয়ে হত্যা চেস্টা সেন্টমার্টিন নিয়ে যে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেস্টা রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠি আবদুল আলী সিকদার বংশের ইছালে ছওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর রামু সোনালী অতীত ফুটবল ক্লাবে সংবর্ধিত

প্রবাস ছেড়ে দেশের জন্য: বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান হিসেবে আশিকের সংগ্রাম ও প্রত্যাশা

সিবিএল রিপোর্ট :

সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে হঠাৎ ফোনকল। নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুস বললেন, “আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ এসেছে। আসবা নাকি?” সিঙ্গাপুরের বিলাসবহুল জীবনে থিতু থাকা আশিকের মনে কোনো দ্বিধা ছিল না। তিনি জানতেন, স্ত্রী নন্দিনীও এই সিদ্ধান্তে সমর্থন করবেন। ৫৯ সেকেন্ডের একটি হোয়াটসঅ্যাপ কলে তারা সিঙ্গাপুর ত্যাগ করে দেশের পথে রওনা হন। আশিক দায়িত্ব নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের, বন্ধুদের ভাষায়—বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে।

দেশে ফিরে প্রথম এক মাস ছিল চ্যালেঞ্জে পরিপূর্ণ। শুক্র-শনিবারসহ দিনে ১৮ ঘণ্টা কাজ করেও আশিকের সময় মিলছিল না। প্রায় আড়াইশো সিইও ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তিনি তাদের সমস্যাগুলো বুঝতে চেষ্টা করছিলেন। তার লক্ষ্য ছিল দেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ করা এবং বিনিয়োগ সংশ্লিষ্ট সমস্যাগুলোর কার্যকর সমাধান করা।

“আমরা জনগণের সরকার। তাই প্রত্যাশাও অনেক বেশি,” বললেন আশিক। জাতীয় ক্রিকেট দলের মতোই তাদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়। সবকিছু পারফেক্ট না হলে, কিছু ভুল হলে সমর্থকদের সমালোচনা স্বাভাবিক। তবে, এই সমালোচনার মধ্যেই তিনি দেখেন দেশের জন্য কাজ করার শক্তি। নিজের ভুল স্বীকার করে তা শুধরানোর মানসিকতায় তিনি বিশ্বাসী।

“দিনশেষে টায়ার্ড হয়ে ফেসবুক খুলে যখন মনে হয় আমার বউও বিরোধী দল, তখন নিজেকে বুঝাই—এটাই তো আসলে বাক স্বাধীনতা। আমরা ভুল করব, কিন্তু তারপর শুধরাবো। আমাদের দেশ আস্তে আস্তে সঠিক রাস্তায় হাঁটবে।”
সুত্র: আশিক  চৌধুরীর ফেইসবুক পোস্ট।




Developed by e2soft Technology