রামুতে বণিক সমিতির প্রচেষ্টায় পাল্টে গেলো উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনীর দৃশ্যপট
নিজস্ব প্রতিবেদক, রামু:
রামুতে চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিডেট এর উদ্যোগে উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশনের ফুটপাত, ডাস্টবিন, ড্রেন নির্মাণ এবং ফুটপাতের পাশে বেষ্টনীসহ ঔধুধি, ফলজ-বনজ ও ফুলের বাগান সৃজনসহ সৌন্দর্যবর্ধন কাজ সম্পন্ন হয়েছে। ফলে পাল্টে গেছে চৌমুহনী স্টেশনের দৃশ্যপট। আগের মতো নেই ময়লা-আবর্জনার দূর্গন্ধ, নতুন করে নির্মিত হয়েছে ফুটপাত, ড্রেন, ডাস্টবিন। ফুটপাতের পাশে সৃজন করা হয়েছে নানান প্রজাতির ঔষধি, ফলজ-বনজ ও ফুলের গাছ। যেখানে শোভা পাচ্ছে নানান ফুল। এ যেন অন্যরকম রামু।
৫ মাসের কর্মযজ্ঞ শেষে এসব কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার, ১৪ ডিসেম্বর বিকাল ৩ টায় সম্পন্ন হওয়া এ কাজের শুভ উদ্বোধন করেন- রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম বলেন- সদিচ্ছা থাকলেই বড় ধরনের পরিবর্তন সম্ভব, এটা রামু চৌমুহনী বণিক সমিতি দৃষ্টান্ত স্থাপন করেছে। রামুতে প্রথম আসার পর চৌমুহনী স্টেশনজুড়ে ময়লা-আবর্জনার ভাগাড় দেখেছেন। বণিক সমিতির আন্তরিক প্রচেষ্টায় এখন এ দৃশ্য আর নেই। চৌমুহনী স্টেশন এখন নন্দনকাননে রূপ নিয়েছে। ড্রেন-নালা সংস্কার করে নতুন ফুটপাত নির্মাণ করা হয়েছে। ফুটপাতের পাশে গাছগাছালি আর ফুলের সমারোহ। এ যেন অন্যরকম রামু। যারা এ কাজের পেছনে যারা অবদান রেখেছেন এবং সহযোগিতা দিয়েছেন তাদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি। এ কাজ পুরো জেলায় সবার জন্য আইডল হিসেবে থাকবে। অন্যান্য স্টেশন-বাজার ভিত্তিক সংগঠনগুলো চাইলে চৌমুহনী বণিক সমিতিকে অনুসরণ করে উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে অবদান রাখতে পারে।
সমিতির সভাপতি ও প্রকল্পের বাস্তবায়নকারি রুহুল আমিন রকির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, বণিক সমিতির উপদেষ্টা এজাজুল ওমর চৌধুরী বাট্টু মিয়া, একে খাঁন, মাস্টার নুরুল আমিন, নবু আলম, নুরুল কবির, আসাদ উল্লাহ, তরুপ বড়ুয়া ও সাংবাদিক আল মাহমুদ ভূট্টো, বিশিষ্ট ব্যবসায়ি গিয়াস উদ্দিন কোম্পানী, ছিদ্দিক আহমদ, রেফারি সুবীর বড়ুয়া বুলু, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সমিতির সহ সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কোষাধ্যক্ষ মো. শামীমুল আরশাদ, কার্যকরী সদস্য লোকমান হাকিম, এইচএম মাসুদ, আবুল কাউছার খোকন, মোবারক হোসেন ও আজিজুল হক।
সমিতির কার্যকরী সদস্য এইচএম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বণিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন- রামু উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হাকিম।
চৌমুহনী বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানিয়েছেন- দীর্ঘদিন রামু চৌমুহনী স্টেশনে কোন প্রকার সংস্কার ও ড্রেন-ফুটপাত নির্মাণ করা হয়নি। যার কারণে ব্যবসায়ি ও সাধারণ মানুষর চরম হয়রানির শিকার হয়ে আসছিলো। এখন বণিক সমিতির উদ্যোগে প্রায় ৫ মাসের সংস্কার কাজ শেষে এখন পুরো স্টেশনের দৃশ্যপট পাল্টে গেছে। ফুটপাতের পাশে ঔষধি, ফলজ, বনজ ও নানান প্রজাতির ফুলের বাগান সৃজন করা হয়েছে। ফলে একসময় ময়লা-আবর্জনার ভাগাড় হলেও এখন সেখানে মানুষ ফুলের সুবাস নিয়ে চলাফেরা করছে। তাঁরা বণিক সমিতির উদ্যোগে অর্থ ও পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।
সমিতির সহ সভাপতি আনোয়ারুল হক ও কোষাধ্যক্ষ মো. শামীমুল আরশাদ জানিয়েছেন- রামু উপজেলা পর্যটন, পূরাকীর্তি সমৃদ্ধ জনপদ। চৌমুহনী স্টেশন রামুর জনগুরুত্বপূর্ণ স্থান। এরপরও স্টেশনটির উন্নয়নে অতীতে কেউ ভূমিকা রাখেনি। জনসাধারণ ও ব্যবসায়িদের দাবির প্রেক্ষিতে বণিক সমিতির এ স্টেশনকে মডেল স্টেশনে রূপ দিয়েছে। আগামীতে স্টেশনের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন সহ আরও নানা উদ্যোগ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। এছাড়াও সম্পন্ন হওয়া কাজ বাস্তবায়নের সমিতির সভাপতি রুহুল আমিন রকি নিরলসভাবে কাজ করেছেন। তাঁর আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমে পুরো কাজ অত্যন্ত সূচারুভাবে সম্পন্ন হয়েছে।
রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম জানিয়েছেন- রামু চৌমুহনী বণিক সমিতির নেতবৃন্দ অসাধ্যকে সাধন করেছেন। এতদিন মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যানরা যা করতে পারেনি বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকির নেতৃত্বে তা বাস্তবে রূপ নিয়েছে। বণিক সমিতির কাছে পুরো রামুবাসী কৃতজ্ঞ থাকবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।