শিরোনাম
বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে অনুষ্ঠিত রামু প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানে সম্মাননা পেল কোয়ান্টাম সোনাদিয়া দ্বীপে রয়েছে সাত লাখ টন মূল্যবান খনিজ সম্পদ

পশ্চিম এস. এম. পাড়া হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের পশ্চিম এস. এম. পাড়া হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি, শনিবার, হেফজখানা ও এতিমখানার অর্ধশতাধিক শিক্ষার্থী এবং পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে ডুলাহাজরা সাফারি পার্কে এই শিক্ষা সফরের আয়োজন করা হয়।

শৃঙ্খলাপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই সফরে শিক্ষার্থীরা সাফারি পার্কের বিভিন্ন প্রজাতির পশু-পাখির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। তারা পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি শিক্ষামূলক অভিজ্ঞতা অর্জন করে।

মধ্যাহ্নভোজ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতিব জনাব আমীরুল ইসলাম মীর। এছাড়াও সভাপতিত্ব করেন মোহাম্মদ উল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি জনাব জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি জনাব মিজানুর রহমান মিলকী, অর্থ সম্পাদক জামাল উদ্দীন, সহ-অর্থ সম্পাদক নবীউল হক, সাংগঠনিক সম্পাদক জনাব ওসমান সরওয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দীন চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক হাজী ছুরত আলম, উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মোঃ জাকারিয়া, শিক্ষক জনাব হাফেজ রেজাউল করিম ও জনাব শিহাব উদ্দিন, এবং সদস্য ইয়াছিন আরফাত ও মোহাম্মদ উল্লাহ।

সফরটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।






সর্বশেষ

Developed by e2soft Technology