শিরোনাম
পর্যটনবান্ধব অবকাঠামো ও জনসেবা নিশ্চিত করতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত ন্যায্য চাকরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কক্সবাজারের ট্যুর অপারেটরদের অঙ্গীকার রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর সংবর্ধিত “সায়মুন সংসদ”-এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রামুতে যাত্রীবাহি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু সন্তানসহ প্রাণ হারালেন আইনজীবী: আহত চারজন জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য হুমকি সংকীর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: ছয় লাইন করার দাবীতে রামুতে মানববন্ধন ও সমাবেশ রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন”

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল

সিবিএল স্পোর্টস ডেস্ক: সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে সফল বাংলাদেশ নারী ফুটবল দল। কাঠমান্ডুতে রোমাঞ্চকর ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছেন সাবিনা খাতুনরা। দলের হয়ে গোল করেছেন মনিকা ও রিতু।
আগের বারের মাঠ, একই প্রতিপক্ষ, সেই ফাইনাল। সেই সাথে স্বাগতিক দর্শকদের উল্লাসের বিপরীতে স্নায়ুযুদ্ধে টিকে থাকার এক লড়াই। বুধবার (৩০ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দু’বছর আগের স্মৃতি পুনরায় ফিরিয়ে আনলো সাবিনার দল। সেইসাথে সঙ্গী হলো আসরে টানা দুই বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা উঁচিয়ে ধরার গর্ব।
প্রথমার্ধে দু’দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। একাধিক সুযোগও তৈরি হয়। তবে দু’দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র তে শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর গোল করতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একাধিক আক্রমণ চালায় প্রতিপক্ষের রক্ষণ শিবিরে। ম্যাচের ৫১ মিনিটের মাথায় মনিকা চাকমার গোলে ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। তবে সে গোল শোধ দিতে তিন মিনিটের বেশি লাগেনি নেপালের। আমিশা কার্কির গোলে স্বাগতিকরা সমতায় ফেরার পর বাংলাদেশ লিড পুনরুদ্ধারের জোর প্রচেষ্টা চালায়।
সাবিনা-তহুরারা বেশ কয়েকবার গোলমুখের আশপাশে পৌঁছে গেলেও গোলের দেখা পাননি। ৬৮ মিনিটে মারিয়া মান্দার দুর্দান্ত এক দূরপাল্লার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলকিপার আনজিলা সুব্বা।
ম্যাচের ৮২ মিনিটে আর বাংলাদেশকে আটকে রাখতে পারেননি নেপালি গোলকিপার। বাম প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার ক্রস গোছের এক শট ঠেকাতে গিয়েও সফল হননি। বল ঠাঁই পায় জালে।
সে লিড শেষ পর্যন্ত ধরে রেখে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।
উল্লেখ্য, টুর্নামেন্টের সাতটি আসর মিলিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। এ নিয়ে ছয়বার ফাইনালে হারল নেপালের মেয়েরা।




Ads NewsCraft

সর্বশেষ

Developed by e2soft Technology