শিরোনাম
নুরুল আবছার সিকদারকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করলেন নোবেল জয়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। পর্যটনবান্ধব অবকাঠামো ও জনসেবা নিশ্চিত করতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত ন্যায্য চাকরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কক্সবাজারের ট্যুর অপারেটরদের অঙ্গীকার রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর সংবর্ধিত “সায়মুন সংসদ”-এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রামুতে যাত্রীবাহি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু সন্তানসহ প্রাণ হারালেন আইনজীবী: আহত চারজন জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য হুমকি সংকীর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: ছয় লাইন করার দাবীতে রামুতে মানববন্ধন ও সমাবেশ রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই

নারী সেজে পুরুষের স্বর্ণপদক জয়

সিবিএল স্পোর্টস ডেস্ক:
প্যারিস অলিম্পিকে মেয়েদের বক্সিংয়ে ৬৬ কেজি ক্যাটাগরিতে স্বর্ণ পদক জিতেছিলেন আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফ। তবে স্বর্ণজয়ী এই বক্সারকে নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রতিযোগিতার অন্যরা, প্রশ্ন উঠে তার লিঙ্গ নিয়ে।

এক নারী প্রতিযোগি তো সরাসরি ইমানেকে পুরুষ বলেও নিজের সন্দেহ পোষণ করেছিল। আর তাতেই শুরু হয়ে যায় জল্পনা-কল্পনার, উঠতে থাকে একের পর এক প্রশ্ন। আসলেই কি আলজেরিয়ান এই বক্সার পুরুষ ছিলেন?

কিন্তু সে সময় অলিম্পিকের কর্তৃপক্ষ বিষয়টি তোয়াক্কা করেনি। যদিও তারা বলেছিল অভিযোগ খতিয়ে দেখা হবে। কিন্তু ওই ঘটনার প্রায় তিন মাস পর জানা গেল ইমানে খেলিফ আসলেও নারী নন! মেডিক্যাল রিপোর্ট অনুসারে তিনি একজন পুরুষ।

সম্প্রতি ফরাসি এক গণমাধ্যম, ২৫ বছর বয়সী এই আলজেরিয়ান বক্সারের সর্বশেষ মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করেছে। সেখানেই দেখা গেছে ইমানে খেলিফ নারী নন, তিনি একজন পুরুষ। তাতেই তার জেতা স্বর্ণপদক ও কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এ রিপোর্ট প্রকাশের পর এতটুকু নিশ্চিত যে, ভবিষ্যতে এই বক্সার আর নারী ক্যাটাগরিতে কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। যদিও সামনে আসা এই রিপোর্ট কতটুকু সত্য তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
ফরাসি সাংবাদিক জাফফর আইত আওদিয়া ইমানে খেলিফের মেডিক্যাল রিপোর্ট সামনে এনেছেন। প্রকাশিত ওই  রিপোর্টে বলা হয়েছে, খেলিফ ৫-আলফা রিডাক্টেস ডেফিসিয়েন্সিতে ভুগছেন। মেডিক্যাল রিপোর্টের অংশ এমআরআইতে বলা হয়েছে যে, খেলাফের জরায়ুর অভাব রয়েছে, অভ্যন্তরীণ শুক্রাশয় রয়েছে এবং একটি বর্ধিত ভগাঙ্কুরের মতো একটি ‘মাইক্রোপেনিস’ রয়েছে।

সেখানে আরও উল্লেখ রয়েছে যে, ক্রোমোজোম পরীক্ষাগুলো একটি এক্সওয়াই ক্রোমোজোম এবং অভ্যন্তরীণ অণ্ডকোষ রয়েছে, যেটা ফাইভ-আলফা রিডাক্টেস ঘাটতি হিসেবে পরিচিত এবং একটি হরমোন বিশ্লেষণ সাধারণ পুরুষ পরিসরের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রা নির্দেশ করে। এর আগে প্যারিস অলিম্পিকের ৬৬ কেজি ক্যাটাগরির নারী বক্সিংয়ের শেষ ১৬ এর লড়াইয়ে মুখোমুখি হয় ইতালিয়ান বক্সার অ্যাঞ্জেলা কারিনি ও ইমানে খেলিফ। ওই ম্যাচ শুরু হওয়ার ৪৬ সেকেন্ডের মধ্যেই অ্যাঞ্জেলা হার মেনে কাঁদতে কাঁদতে রিং ছেড়ে বেড়িয়ে যায়।

পরে ওই ম্যাচ নিয়ে অভিযোগ করে বলেন, ‘আমি আমার জীবনে কখনো এত জোরে আঘাত পাইনি।’

মূলত তিনি সবার আগে ইমানেকে পুরুষ বলে প্যারিসে সন্দেহ পোষণ করেন। যদিও আলজেরিয়ান এই বক্সার পরে ঐ ক্যাটাগরির ফাইনালে চাইনিজ বক্সার ইয়াং লিউকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল। সে সময় আইওসি নিশ্চিত করে জানিয়েছিল আলজেরিয়ান বক্সারের লিঙ্গ নিয়ে কোনো সন্দেহ নেই তিনি নারী।




Developed by e2soft Technology