শিরোনাম
যেভাবে গ্রেফতার হলেন সাংবাদিক মুন্নি সাহা রামুতে সত্তর, আশি ও নব্বই দশকের খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ অনুস্টিত অ্যাপের এজেন্ট জাহাজ মালিক: টিকেট কাটলেই মিলবে ট্রাভেল পাস জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ সেন্টমার্টিনে কোন জাহাজ ঢুকতে না দেওয়ার ঘোষণা দ্বীপবাসীর ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ যাত্রাবাড়ীতে হাসনাত কে আবার গাড়ী চাপা দিয়ে হত্যা চেস্টা সেন্টমার্টিন নিয়ে যে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেস্টা রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠি আবদুল আলী সিকদার বংশের ইছালে ছওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর রামু সোনালী অতীত ফুটবল ক্লাবে সংবর্ধিত

নন্দিত খতীব ও ইসলামী বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত

সিবিএল রিপোর্ট : বিখ্যাত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ   ১৬ নভেম্বর দিবাগত রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। মাহফিল শেষে পরিবারসহ ফেরার পথে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তার গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

দুর্ঘটনায় তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। তবে আল্লাহর অশেষ রহমতে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বিশেষ করে চোখের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিবার থেকে জানানো হয়েছে, তিনি এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন। এ ঘটনায় বিভিন্ন ভুল তথ্য প্রচারিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। সঠিক তথ্য না জেনে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

তার আশু আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে। চিকিৎসার অগ্রগতি সম্পর্কে পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।




Developed by e2soft Technology