শিরোনাম
রামু সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান সড়ক দুর্ঘটনায় কলাতলীর মুক্তিযোদ্ধার পুত্র নিহত জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত রামুতে তারুণ্যের উৎসব আন্তঃ স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রামুতে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন পরিষদ গঠিত কক্সবাজার সরকারি কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার শপথ ও পিকনিক অনুষ্ঠিত ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শীতার্তদের পাশে কসউবি ২০১১ ব্যাচ কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

দখলমুক্ত হলো রামু চৌমুহনী ও পঞ্জেখানা বাজার

প্রশাসন ও সওজের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ: দখলমুক্ত হলো রামু চৌমুহনী ও পঞ্জেখানা বাজার

নিজস্ব প্রতিবেদক, রামু
রামু উপজেলার বাণিজ্যের প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশন এবং রামু সেনানিবাস ও বিজিবি সদর দপ্তরের অদূরের ব্যবসাকেন্দ্র পাঞ্জেখানা বাজারের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে চৌমুহনী স্টেশনে ও বিকালে রাজারকুল ইউনিয়নের পাঞ্জেখানা এলাকায় যৌথভাবে এ অভিযান করে রামু উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ।

অবৈধ উচ্ছেদ অভিযানে রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুল, কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী (সড়ক উপ-বিভাগ-২) মোস্তফা মুন্সী সহ বাংলাদেশ সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও রামু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ব্যাটালিয়ান আনসার ও বিদ্যুৎ বিভাগ অংশ নেন।

রামুর ব্যস্ততম চৌমুহনী স্টেশন ও পাঞ্জেখানা বাজার এলাকার সড়কের দু’পাশের অবৈধ দখলে থাকায় নিত্যদিনে চলাচলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। রামু চৌমুহনীতে সবসময়ই যানজট লেগে থাকতো। শুধু রামু চৌমুহনীই নয়, পঞ্জেখানা বাজারেও দীর্ঘদিনের অবৈধ দখলের যেন মহোৎসব চলছিলো। যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়া জনজীবনে স্বস্তি নেমে এসেছে। রামুর জনগুরুত্বপূর্ণ কলঘর বাজারসহ অন্যান্য ব্যস্ততম স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন সামাজিক নেতৃবৃন্দরা।

অভিযান চলাকালে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুল বলেন- দিনব্যাপী উচ্ছেদ অভিযানে চৌমুহনী স্টেশন, পাঞ্জেখানা বাজারসহ আশপাশের ছোট-বড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উচ্ছেদকৃত স্থাপনা আবারও স্থাপনের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বুধবার সকালে রামু চৌমুহনী স্টেশনের পশ্চিম পাশে স্বপ্নপুরী রাস্তার মাথা থেকে শুরু হওয়া অভিযান বিকালে পাঞ্জেখানা বাজারে শেষ হয়। দিনব্যাপী অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণ করা দোকান-পাট, লোহার সিঁড়ি ও অন্যান অবৈধ স্থাপনা স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। দুপুরে রাজারকুল ইউনিয়নের পাঞ্জেখানা বাজারের দক্ষিণ পাশে প্রভাবশালী দিদারুল আলম গং কর্তৃক সওজের জমি দখল করে নির্মানাধিন বিশাল পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে বিপুল জনসমাগম চোখে পড়ে।

কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী (সড়ক উপ-বিভাগ-২) মোস্তফা মুন্সী জানিয়েছেন- দীর্ঘদিন অভিযান না করার কারণে রামুর বিভিন্ন স্থানে সওজ এর জমি জবরদখলকারির দোকান-পাটসহ নানান স্থাপনা নির্মাণ করেছে। এ কারণে জনসাধারণ ভোগান্তির শিকার হয়ে আসছিলো।

রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম জানিয়েছেন- চৌমুহনী স্টেশনসহ আশপাশের সড়কের দু’পাশে অবৈধ দখলের কারণে জনজীবন অতিষ্ঠ ছিলো। চৌমুহনীতে সবসময়ই জ্যাম লেগে থাকাই যেন নিয়তি। শুধু রামু চৌমুহনী নয়, পাঞ্জেখানা বাজারসহ আনাঁচে কানাচেঁ দীর্ঘদিনের অবৈধ দখলের যেন মহোৎসব চলছিলো। তাই ভুক্তভোগীদের দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি), সওজ কক্সবাজার, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, ব্যাটালিয়ান আনসার ও বিদ্যুৎ বিভাগ এর সমন্বয়ে যৌথ অভিযানে অবৈধ দখল উচ্ছেদে এ অভিযান দীর্ঘদিনের প্রতীক্ষার ফল। অভিযানে সার্বিক সহযোগিতার জন্য চৌমুহনী বণিক সমবায় সমিতি, সাংবাদিক, ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।




Developed by e2soft Technology