শিরোনাম
রামু সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান সড়ক দুর্ঘটনায় কলাতলীর মুক্তিযোদ্ধার পুত্র নিহত জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত রামুতে তারুণ্যের উৎসব আন্তঃ স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রামুতে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন পরিষদ গঠিত কক্সবাজার সরকারি কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার শপথ ও পিকনিক অনুষ্ঠিত ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শীতার্তদের পাশে কসউবি ২০১১ ব্যাচ কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

জাতীয় নাগরিক কমিটি, কুতুবদিয়া রাইজিং-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আজ (২২ ডিসেম্বর ২০২৪, রবিবার) বিকাল ৪টায় জাতীয় নাগরিক কমিটি, কুতুবদিয়া রাইজিং-এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলে, লবণ চাষি ও বিভিন্ন স্তরের নাগরিকরা অংশগ্রহণ করেন।

তাহমিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদর প্রতিনিধি মোহাম্মদ খালিদ বিন সাইদ, মিজানুর রহমান মিল্কী,  আবু রাসেল রবিন, কাজী তাহমিদ,ডাঃ কাইমুল হক, রিদোয়ানুজ্জামান হেলালী, মাষ্টার আব্দুল আজিজ মাস্টার সজিব, আতহার সাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা নাগরিকদের জন্য রাজনৈতিক  বন্দোবস্ত, ন্যায্য অধিকার আদায়, সমাজে বিদ্যমান বৈষম্য নিরসন, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরন, পর্যটন উদ্যোগ গ্রহন  এবং লবন সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভায় উপস্থিত স্থানীয়রা দ্বীপে সুপেয় পানির সংকট, ভাঙাচোরা রাস্তা, বিদ্যুৎ সমস্যাসহ বিভিন্ন দুর্ভোগের কথা তুলে ধরেন।

জাতীয় নাগরিক কমিটির কক্সবাজার সদর প্রতিনিধি মোহাম্মদ খালিদ বিন সাইদ বৈষম্যমুক্ত রাস্ট্র ও নাগরিকের তার প্রাপ্য অধিকার আদায়ে ভয় ডরহীন ভাবে সবাইকে এগিয়ে আসার আহবান জানানোর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।




Developed by e2soft Technology