সিবিএল নিউজ: আজ ১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার বাদ এশা কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ খানকা মসজিদে জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার সদর থানা প্রতিনিধি কমিটির উদ্যোগে দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৯৪৭ থেকে ২০২৪ পর্যন্ত সকল স্বাধীনতা আন্দোলনে শহিদদের স্মরণে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের অন্যতম উপদেষ্টা এবং কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল মনসুর। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এস এম সুজা উদ্দিন এবং সদর প্রতিনিধি কমিটির সদস্য খালিদ বিন সাঈদ, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ ইলিয়াস মিয়া, নুরুল আবছার সিকদার, তারেক ইকবাল, ডা. আবদুল মজিদ, মিজানুর রহমান মিল্কী, কামরুল হাসান, ইঞ্জিনিয়ার শাহদাৎ হোছাইন, মনিরুল ইসলাম, এ এস রুবেল, নাজমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। দোয়া মাহফিল শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত সদস্যরা একমত পোষণ করেন যে, শহিদদের স্মরণে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।