শিরোনাম
রামু সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান সড়ক দুর্ঘটনায় কলাতলীর মুক্তিযোদ্ধার পুত্র নিহত জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত রামুতে তারুণ্যের উৎসব আন্তঃ স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রামুতে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন পরিষদ গঠিত কক্সবাজার সরকারি কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার শপথ ও পিকনিক অনুষ্ঠিত ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শীতার্তদের পাশে কসউবি ২০১১ ব্যাচ কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

জাতীয় ঐক্যের লক্ষ্যে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধান উপদেস্টা

সিবিএল রিপোর্ট : ৫ ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমীতে  জাতীয় ঐক্যের লক্ষ্যে বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

দেশে সংখ্যালঘুদের সমস্যা নিয়ে অবাধ ও সত্য তথ্য সংগ্রহের উপায় নিয়ে পরামর্শ চেয়ে অধ্যাপক ইউনূস বলেন, “দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের জন্য ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ধর্মের প্রতিনিধিদের সহযোগিতায় আমরা একটি সামগ্রিক সমাধানে পৌঁছাতে পারবো।”

এ বৈঠকে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা একমত হয়ে জানান, জাতীয় স্বার্থে তারা সবাই ঐক্যবদ্ধ। দেশের শান্তি ও সম্প্রীতি রক্ষায় তারা প্রধান উপদেষ্টাকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

বৈঠক শেষে অধ্যাপক ইউনূস ধর্মীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের ঐক্য ও সহযোগিতা বাংলাদেশের ভবিষ্যতের জন্য মাইলফলক হয়ে থাকবে।”

এই মতবিনিময় সভাটি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।




Developed by e2soft Technology