শিরোনাম
রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে অনুষ্ঠিত রামু প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল

গোধুলীময় কক্সবাজার সৈকত: প্রকৃতির এক অতুলনীয় রূপ

বিশেষ প্রতিবেদক: সন্ধ্যার সময় যখন সূর্য ধীরে ধীরে অস্ত যেতে শুরু করে, তখন কক্সবাজার সমুদ্রসৈকত রূপ নেয় এক স্বপ্নময় চিত্রে। এই সময়ের সৌন্দর্য এমনই মনোমুগ্ধকর যে যেকোনো দর্শনার্থী থমকে দাঁড়ায় প্রকৃতির এই মায়াবী খেলার কাছে। 

গোধূলির আলোয় সৈকতের বালুকাবেলায় ছড়ানো সোনালি রঙ আর সাগরের নীল জলরাশিতে সূর্যের প্রতিফলন তৈরি করে এক অপার্থিব দৃশ্য। ঢেউয়ের মৃদু গর্জন আর বাতাসে ভেসে আসা লোনা গন্ধ, এই পরিবেশে যোগ করে এক বিশেষ আবেদন। এই সময় অনেকেই তাদের প্রিয়জনদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত থাকেন, আবার কেউ কেউ নিরিবিলি বসে প্রকৃতিকে উপভোগ করেন।

পর্যটকদের জন্য গোধূলির সময়টা বিশেষ আকর্ষণীয়। অনেকে এই সময় সৈকতে হাঁটতে বের হন, কেউ কেউ সাগরের ধারে বসে সূর্যাস্তের অপার্থিব সৌন্দর্য উপভোগ করেন। গোধূলির রং সৈকতকে এমনভাবে আলোকিত করে যে এটি প্রতিদিনই নতুন এক অভিজ্ঞতার জন্ম দেয়।

স্থানীয় বাসিন্দাদের মতে, গোধূলির কক্সবাজার সৈকত কেবল সৌন্দর্য নয়, এটি প্রকৃতির এক আশীর্বাদ। এটি শান্তি ও প্রশান্তির প্রতীক, যা শহরের কোলাহল থেকে দূরে এনে মনকে প্রশান্ত করে।

কক্সবাজারে যদি কখনো আসেন, তাহলে গোধূলির এই সৌন্দর্য উপভোগ না করে ফিরে যাওয়া যেন অপরাধ। প্রকৃতির এই সৌন্দর্য শুধু মনকে মোহিত করে না, বরং আপনাকে জীবনের ব্যস্ততার মধ্যেও শান্তির এক মুহূর্ত উপহার দেবে।

আপনার চোখে ধরা পড়া গোধূলির কক্সবাজারের ছবি শেয়ার করতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা নিয়ে লিখুন আমাদের কাছে।






সর্বশেষ

Developed by e2soft Technology