কক্সবাজার
  শিরোনাম
ড. কামাল হোসেনের সাথে সংবিধান সংস্কার কমিশনের সৌজন্য সাক্ষাৎ মহেশখালীতে ২৫ একর সরকারি জমি দখলমুক্ত রামুতে প্রীতি ফুটবল ম্যাচ গোলশূন্য ড্র; যুগ্ম চ্যাম্পিয়ন লামা ফুটবল একাডেমি ও রামু ফুটবল ট্রেনিং সেন্টার কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন কক্সবাজারে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সমাজসেবায় জাতীয় পুরস্কার পেলেন কক্সবাজারের নুরুল আবছার সিকদার প্রীতি ফুটবল ম্যাচে কক্সবাজার ফুটবল একাডেমি’র জয় কেয়ার ইউএসএর চীফ ফাইন্যান্সিয়াল এন্ড অপারেটিং অফিসার রানিল ডি সিলভার কক্সবাজার হোস্ট কমিউনিটি প্রকল্প পরিদর্শন সিদ্ধান্ত বদল, বিসিএস দেওয়া যাবে সর্বোচ্চ ৪ বার সাফ জয়ী দলকে পুরুস্কৃত করবে বিসিবি

কেয়ার ইউএসএর চীফ ফাইন্যান্সিয়াল এন্ড অপারেটিং অফিসার রানিল ডি সিলভার কক্সবাজার হোস্ট কমিউনিটি প্রকল্প পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক :
৩১ অক্টোবর ২০২৪ রোজ বৃহস্পতি বার, কেয়ার বাংলাদেশের পার্টনার এনজিও মুক্তি কক্সবাজারের প্রকল্প পরিদর্শন করেন কেয়ার ইউএসএর চীফ ফাইন্যান্সিয়াল এন্ড অপারেটিং অফিসার রানিল ডি সিলভা। তাঁর সাথে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম নারায়ণ দাশ, কেয়ার বাংলাদেশের কক্সবাজার অফিসের প্রধান রবার্ট সিলা, মুক্তি কক্সবাজারের চীফ বিমল চন্দ্র দে সরকার, হিউম্যানিটেরিয়ান ডাইরেক্টর কাইছার রিজভী সহ সিনিয়র কর্মকর্তারা।


এই পরিদর্শনে তারা জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়িতে অবস্থিত উইমেন্স গার্লস সেফ স্পেস (WGSS) কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে মাশরুম চাষ কেন্দ্র দেখার পর স্থানীয় জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা শোনেন। লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতার গুরুত্ব তুলে ধরেন। রানিল ডি সিলভা বলেন, কক্সবাজারসহ সারা দেশে নারী নির্যাতনের পিছনে অন্যতম কারণ হচ্ছে প্রান্তিক পর্যায়ের মানুষের অর্থনৈতিক সংকট। এই সংকট দূর করলেই নারীদের সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব হবে।

পরিদর্শনকালে স্থানীয় নারীদের উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয় এবং তাদের সবজি বাগান ও পানের বরজ পরিদর্শন করেন কর্মকর্তারা। উক্ত পরিদর্শনে আরো ছিলেন কেয়ার বাংলাদেশের জিভিবি প্রোগ্রাম লিড, জেন্ডার এন্ড প্রটেকশন কর্ডিনেটর বিলকিস বেগম, ডিফাট এইচপি টীম লিডার সোহেল মাহমুদ, আরো ছিলেন মুসলিমা আক্তার, ফারজাহানা আক্তার প্রমুখ

এই উদ্যোগ নারীদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেন।




Developed by e2soft Technology