শিরোনাম
কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানে সম্মাননা পেল কোয়ান্টাম সোনাদিয়া দ্বীপে রয়েছে সাত লাখ টন মূল্যবান খনিজ সম্পদ কক্সবাজারে পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে বিশ্ব শহর দিবস উদযাপন ১৮৫ দেশ ভিসা ছাড়াই ঘুরে বেড়ানো যায় যে পাঁচ দেশের পাসপোর্টে 🇱🇰 শ্রীলংকা বনাম 🇧🇩 বাংলাদেশ ট্যুরিজম: কোথায় এগিয়ে, কোথায় পিছিয়ে? ইনানী নয়, পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যাবে নুনিয়া ছড়া থেকে

কক্সবাজার রেঁস্তোরা মালিক সমিতির কাউন্সিল সম্পন্ন। আলী সভাপতি,  জাবেদ সম্পাদক নির্বাচিত

পেশাগত উৎকর্ষ সাধনের মাধ্যমে কক্সবাজারের সুনাম বিশ্বময় ছড়িয়ে দিত হবে———— লুৎফর রহমান কাজল

সিবিএল নিউজ: বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে সুগন্ধা পয়েন্টস্থ গোল্ডেন হিল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক,  সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেছেন, কক্সবাজার আন্তর্জাতিক সিটি। এখানে প্রায় ৩ হাজার বিদেশি নাগরিক বসবাস করেন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে, রেঁস্তোরা পেশাকে উৎকর্ষ সাধনের মাধ্যমে কক্সবাজারকে দেশ তথা বিশ্বের সামনে তুলে ধরতে হবে। এজন্য প্রয়োজন ট্রেনিং সেন্টার।
তিনি বলেন, বদলে যাওয়া এই নতুন বাংলাদেশে কক্সবাজারে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবেনা। দখলবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজ মুক্ত কক্সবাজার গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব ইমরান হোসাইন বলেছেন, রেঁস্তোরা  শুধুমাত্র খাবার হোটেল না, এটি এখন শিল্প। রাষ্ট্র স্বীকৃত এই শিল্পে প্রতিদিন প্রায় ৭থেকে ৮ কোটি মানুষ নির্ভরশীল। তিনি বলেন, সারা দেশে ৪ লাখ ৮১ হাজার রেঁস্তোরা রয়েছে। এতে ৩০ লাখ মানুষ কর্মরত রয়েছেন।পাশাপাশি রেঁস্তোরাকে উপলক্ষ করে প্রায় ২কোটি মানুষ জীবন ধারণ করে। অথচ দেশের এই বিশাল শিল্পের উন্নয়নে রাষ্ট্রের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এই শিল্পকে বাঁচাতে গেলে সর্বাগ্রে প্রয়োজন সু- চিন্তিত পরিকল্পনা।

সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শরাফত উল্লাহ বাবুল, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম, অর্থ সম্পাদক মাসুদ আলম,  জাবেদ ইকবাল, রুবেল উদ্দিন, নাছির উদ্দিন,  রফিকুল কাদের, জসিম উদ্দিন, ফরিদুল আলম প্রমূখ।

পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মোহাম্মদ আলীকে   সভাপতি, কামরুল ইসলাম কে সিনিয়র সহ-সভাপতি,জাবেদ ইকবালকে  সাধারণ সম্পাদক, মাসুদ আলমকে কোষাধ্যক্ষ, আবছার উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।




Developed by e2soft Technology