শিরোনাম
রামু সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান সড়ক দুর্ঘটনায় কলাতলীর মুক্তিযোদ্ধার পুত্র নিহত জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত রামুতে তারুণ্যের উৎসব আন্তঃ স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রামুতে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন পরিষদ গঠিত কক্সবাজার সরকারি কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার শপথ ও পিকনিক অনুষ্ঠিত ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শীতার্তদের পাশে কসউবি ২০১১ ব্যাচ কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

কক্সবাজার বেসরকারি গণপাঠাগার পরিষদ গঠিত

কক্সবাজার বেসরকারি গণপাঠাগার পরিষদ গঠিত:
খালেদ শহীদ সভাপতি, মহিউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত:

কক্সবাজার বেসরকারি গণপাঠাগার পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে কক্সবাজার বেসরকারি গণপাঠাগার পরিষদের উদ্যোগে বই বিতরণ ও পাঠাগার সম্মেলনে এ কমিটি গঠিত হয়। এতে খালেদ শহীদ সভাপতি, মহিউদ্দিন কাদের অদুল সাধারণ সম্পাদক এবং আরাফাতুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রামু পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত বই বিতরণ ও পাঠাগার সম্মেলনে সভাপতিত্ব করেন, বই বিতরণ কর্মসূচীর উদ্যোক্তা কক্সবাজার বেসরকারি গণপাঠাগার পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা কবি মানিক বৈরাগী। এ অনুষ্ঠানে কক্সবাজার জেলার ১১টি পাঠাগারকে লক্ষাধিক টাকা মূল্যের ৪০০ বই উপহার দেওয়া হয়েছে। প্রকৃতি, খড়িমাটি ও জাগতিক প্রকাশনীর সহযোগিতায় ও কবি মানিক বৈরাগীর উদ্যোগে পঞ্চমবারের মতো এসব বই বিতরণ করা হয়।

‘বই পড়ি, মগজের অর্গল ভাঙ্গি’ এ প্রতিপাদ্যে বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ ও সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক রামু পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল হক, নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রামু পাবলিক লাইব্রেরীর যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ শহীদ।

বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বই পড়ে, আমরা মস্তিষ্ককে সক্রিয় রাখতে পারি। নিয়মিত বই পড়লে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে। চিন্তা করার ক্ষমতা ও স্মৃতিশক্তি শাণিত হয়। তাই আমরা নিয়মিত বই পড়ি, মগজের অর্গল ভাঙ্গি।
জ্ঞানভিত্তিক সমাজ গঠনে কেবল বই-ই আমাদের সব চাহিদা মেটাতে পারে।

কক্সবাজার বেসরকারি গণপাঠাগার পরিষদের আহ্বায়ক ও পহরচাঁদা আদর্শ পাঠাগারে প্রতিষ্ঠাতা পরিচালক শোয়াইবুল ইসলামের স্বাগত বক্তব্য ও সাধারণ সম্পাদক রামু জ্ঞানান্বেষণ পাঠাগারের সভাপতি শিপ্ত বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, রামু আধাঁরমানিক গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, বদরখালী রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের অদুল, চকরিয়া হ্যালো পাঠাগারের সভাপতি মো. আলমগীর, বদরখালী আবদুল হান্নান গণগ্রন্থাগারের সদস্য মোঃ শাহারিয়া নাফিজ, রামু সাহিত্যঘর গণগ্রন্থাগারের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজয় বড়ুয়া, চকরিয়া হাকিমীয়্যাহ আলোর ঘর পাঠাগারের শাহিন চৌধুরী আসাদ, পেকুয়া রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সভাপতি স ফ ম তাহিদুল ইসলাম প্রমুখ।

অতিথিরা চকরিয়া পহরচাঁদা আদর্শ পাঠাগার, রামু জ্ঞানান্বেষণ পাঠাগার, রামু আধাঁরমানিক গ্রন্থাগার, বদরখালী রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগার, চকরিয়া হ্যালো পাঠাগার, বদরখালী আবদুল হান্নান গণগ্রন্থাগার, রামু সাহিত্যঘর গণগ্রন্থাগার, চকরিয়া হাকিমীয়্যাহ আলোর ঘর পাঠাগার, পেকুয়া রাজাখালী উন্মুক্ত পাঠাগার, পেকুয়া জারুলবুনিয়া পাঠাগার ও রামু পাবলিক লাইব্রেরী প্রতিনিধির হাতে বইগুলো তুলে দেন।

বই বিতরণ ও আলোচনা সভা শেষে কক্সবাজার বেসরকারি গণপাঠাগার পরিষদের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করেন, প্রথম পাঠাগার সম্মেলনের সভাপতি কবি মানিক বৈরাগী। পরে সম্মিলিত আলোচনায় ও উপস্থিত পাঠাগার প্রতিনিধিদের সরাসরি সমর্থনে রামু পাবলিক লাইব্রেরীর যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ শহীদকে সভাপতি, আঁধারমানিক গ্রন্থগারের সাধারণ সম্পাদক কফিল উদ্দিনকে সহ-সভাপতি, বদরখালী রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের অদুলকে সাধারণ সম্পাদক, রামু সাহিত্যঘর গণগ্রন্থাগারের সভাপতি রিমন বড়ুয়াকে যুগ্ম-সাধারণ সম্পাদক, পেকুয়া রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সদস্য আরাফাতুল ইসলামকে সাংগঠনিক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট ২০২৫-২৬ দু’বছর মেয়াদে কক্সবাজার বেসরকারি গণপাঠাগার পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।




Developed by e2soft Technology