শিরোনাম
কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানে সম্মাননা পেল কোয়ান্টাম সোনাদিয়া দ্বীপে রয়েছে সাত লাখ টন মূল্যবান খনিজ সম্পদ কক্সবাজারে পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে বিশ্ব শহর দিবস উদযাপন ১৮৫ দেশ ভিসা ছাড়াই ঘুরে বেড়ানো যায় যে পাঁচ দেশের পাসপোর্টে 🇱🇰 শ্রীলংকা বনাম 🇧🇩 বাংলাদেশ ট্যুরিজম: কোথায় এগিয়ে, কোথায় পিছিয়ে? ইনানী নয়, পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যাবে নুনিয়া ছড়া থেকে

কক্সবাজার কেজি স্কুলে বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিবিএল নিউজ: কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার কেজি স্কুলের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ, প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম, পরিচালনা কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম মুন্না এবং কমিটির সদস্য গিয়াস উদ্দিন আফসেল, আফসার কামাল, আজমল হুদা, মিজানুর রহমান মিলকি, ইয়াসিন আরাফাত প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা মুশতাক।

অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করে বিশেষভাবে সম্মান জানানো হয়

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।




Developed by e2soft Technology