শিরোনাম
যেভাবে গ্রেফতার হলেন সাংবাদিক মুন্নি সাহা রামুতে সত্তর, আশি ও নব্বই দশকের খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ অনুস্টিত অ্যাপের এজেন্ট জাহাজ মালিক: টিকেট কাটলেই মিলবে ট্রাভেল পাস জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ সেন্টমার্টিনে কোন জাহাজ ঢুকতে না দেওয়ার ঘোষণা দ্বীপবাসীর ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ যাত্রাবাড়ীতে হাসনাত কে আবার গাড়ী চাপা দিয়ে হত্যা চেস্টা সেন্টমার্টিন নিয়ে যে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেস্টা রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠি আবদুল আলী সিকদার বংশের ইছালে ছওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর রামু সোনালী অতীত ফুটবল ক্লাবে সংবর্ধিত

কক্সবাজারে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিবিএল ডেস্ক:
পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) এর ১৩২/৩৩ ঝিলংঝা গ্রীড উপকেন্দ্রের ১৩২/৩৩ কেভি টি-০২ ট্রান্সফরমারের জরুরী মেরামত ও রক্ষনাবেক্ষন কাজের জন্য উক্ত ট্রান্সফরমারটি আগামী ০২/১১/২০২৪ খ্রিঃ তারিখে সকাল ০৭:০০ টা হতে রাত ০৭:০০ টা পর্যন্ত শাটডাউন থাকবে।

বর্ণিত শাটডাউন সময়কালে উক্ত উপকেন্দ্রের সাথে সংযুক্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৩/১১ কেভি কলাতলী এবং গ্রীড উপকেন্দ্রের আওতাধীন এক্সপ্রেস-১, ডিএস-১, ডিএস-৩,বিসিক, ডিএস-৫, মেডিকেল কলেজ, এক্সপ্রেস-২ কলাতলী পূর্ব,সুগন্ধা,কলাতলী পশ্চিম, হিমছড়ি, হ্যাচারী, এয়ারপোর্ট, জেলখানা, ডি এস-০৪ফিডারের আওতায় দক্ষিণ হাজীপাড়া, দক্ষিণ ডিক্কুল, দক্ষিণ রুমালিয়ার ছড়া, বাচা মিয়ার
ঘোনা, এবিসি ঘোনা,হাসেমিয়া মাদ্রাসা, গরু হালদা রোড, সিটি কলেজ, আলির জাহালের রাস্তার দক্ষিণ পার্শ, সাহিত্যিকা পল্লী, কালুর দোকান, পাহাড়তলী, ইসুলের ঘোনা, ক”ছপিয়া পুকুর পাড়, পাহাড়তলী বাজার, বাদশা ঘোনা, হালিমা পাড়া, প্রধান সড়ক, বৌদ্ধমন্দির রোড, গোলদিঘীর পাড়, বায়তুশ শরফ রোড, বৈল্লাপাড়া, ঘোনার পাড়া, বৈদ্যঘোনা, মধ্যম ঘোনার পাড়া, মোহাজের পাড়া, হাসপাতাল সড়ক, আইবিপি মাঠ, উত্তরণ, বাসর্টামিনাল, পুলিশ লাইন সংলগ্ন এলাকা, সিএনজি ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকা, লার পাড়া পাওয়ার হাউজ থেকে মেরিন সিটি পর্যন্ত, বিসিক এরিয়া, র‍্যাব ১৫ অফিস, গণস্বাস্থ্য অফিস, সাদর পাড়া, মুহুরী পাড়া, জানার ঘোনা, ক্যাইম্মার ঘোনা, পেশকারপাড়া সুইচ গেইট, ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, বড়মসজিদ এলাকা, কামারপট্টি, আসিমং পেশকার পাড়া, পৌর সুপার মার্কেট ,কক্সবাজার মেডিকেল কলেজ, পিডিবি ট্রেনিং একাডেমী ডলফিন মোড় হইতে লাবনী পয়েন্ট রাস্তার দুই পাশের এলাকা, সুগন্ধালাবণীকলাতলী পয়েন্ট, সৈকত আবাসিক এলাকা (ব্লক,বি,সি), ডলফিন মোড় হইতে মারমেইড ইকো রিসোর্ট, বড়ছড়া, মাংলাপাড়া,দরিয়ানগর, শুকনাছড়ি, হিমছড়ি আর্মি ক্যাম্প,পুলিশ ফাড়ি, এয়ারপোর্ট,জেলখানা,সিকদার পাড়া, বড়ুয়াপাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, সাবমেরিন ক্যাবল অফিস সংলগ্ন এলাকা, আলির জাহালের রাস্তার উত্তর পার্শ, এস এম পাড়া, গোদার পাড়া, খুরুস্কুল রাস্তার মাথা ও তৎসংলগ্ন এলাকাসমূহে আগামী ০২/১১/২০২৪ খ্রীঃ, রোজ-শনিবার সকাল-০৭:০০ ঘটিকা হইতে রাত-০৭:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।

সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে।




Developed by e2soft Technology