শিরোনাম
রামু সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান সড়ক দুর্ঘটনায় কলাতলীর মুক্তিযোদ্ধার পুত্র নিহত জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত রামুতে তারুণ্যের উৎসব আন্তঃ স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রামুতে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন পরিষদ গঠিত কক্সবাজার সরকারি কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার শপথ ও পিকনিক অনুষ্ঠিত ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শীতার্তদের পাশে কসউবি ২০১১ ব্যাচ কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

কক্সবাজারে পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ ও প্লাস্টিক মুক্তির ক্যাম্পেইনে টুয়াক পেল সম্মাননা

সিবিএল নিউজ: কক্সবাজার সমুদ্র সৈকত ও শহরকে পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত আটদিনব্যাপী ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।

২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে দক্ষিন চট্টগ্রামের পর্যটন সেবীদের একমাত্র নিবন্ধিত সংগঠন ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে নিরলস কাজ প্রশংসিত হয়।

ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এএফ হাসান আরিফ টুয়াককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরিন জাহান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক জনাব সালাহউদ্দিন। আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ সুপার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন স্টেকহোল্ডার, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা।

সমুদ্র সৈকত এবং শহর পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগ স্থানীয় পর্যটন সেবায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।




Developed by e2soft Technology