শিরোনাম
কক্সবাজারে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিচার দাবি – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) “ঐতিহ্য, সংহতি ও মানবতার মিলনমেলা – আসছে কসউবিয়ান ইফতার ২০২৫” জেনাসের উদ্যোগে ফায়ার সেফটি প্রশিক্ষণ অনুষ্ঠিত মাগুরায় নির্যাতিত শিশুটির জীবন সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা রামুতে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত রামুতে সাংবাদিকদের সাথেজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদকের মত বিনিময় BiTT-তে ফুড অ্যান্ড বেভারেজ ও হাউজকিপিং কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির গণ ইফতার ও দোয়া মাহফিল মালখানার ইয়াবায়ও সেই এসপি রহমতের থাবা সাংবাদিক শাহীন মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধনের ডাক

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী

সিবিএল ডেস্ক:
কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরের উত্তর কাহাতিয়া পাড়া এলাকায় রেলে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলের দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওয়াহেদ ও মোহাম্মদ হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’জনে ঈদগাঁও বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মাছুয়াখালী এলাকায় হঠাৎ করে রেললাইনে উঠে পড়ায় কক্সবাজারগামী ট্রেনটির সামনে পড়ে যায় এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মাছুয়াখালী রেলক্রসিংয়ে কোন রেলগেট বা দায়িত্বপ্রাপ্ত ওয়াচম্যান নেই। ফলে স্থানীয় জনগণ প্রতিনিয়তই ঝুঁকির সম্মুখীন হচ্ছে। রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত।
স্থানীয়রা আরও জানান, ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় কোনো সতর্কসংকেত বা বেল বাজানো হয়নি। এ কারণে তারা আরও অসচেতন অবস্থায় রেললাইন পার হচ্ছিলেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।




Developed by e2soft Technology