শিরোনাম
ক্যারিয়ার কার্নিভাল ২০২৫: কর্মসংস্থানের পথে কক্সবাজারের তরুণদের নতুন যাত্রা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাস সার্ভিস সুবিধা দিবে রামু স‌মি‌তি সানড্রি ক্রীড়া সংসদের ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন সোনাদিয়া দ্বীপ — কক্সবাজারের খুব কাছে, অথচ অন্য এক পৃথিবী “রোগ প্রতিরোধ, সৌন্দর্য আর সুস্থতায় মধুর জুড়ি নেই” এনসিপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন টুয়াকের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন টুয়াক আহবায়কের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ এর শুভেচ্ছা বাণী উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড”: পর্যটনে অবদান রাখা ৭ নারীকে সম্মাননা রামুতে আর্ন্তজাতিক শান্তি দিবস উপলক্ষ্যে পিএফজি’র র‌্যালী ও আলোচনা সভা

কক্সবাজারে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিচার দাবি – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

সিবিএল নিউজ: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল ১৫ মার্চ (শুক্রবার) ঈদগাঁও উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের একজন সমন্বয়কের পিতা সাদিদুল হুদার পরিবারের ওপর হামলা চালানো হয়। এ সময় তাদের বাড়িতে গুলি ছোড়া হলে তার বাবা হাবিবুল হুদা নিহত হন, এবং পরিবারের আরও তিনজন সদস্য আহত হন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই নৃশংস হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত আব্দুর রাজ্জাক অতীতে একাধিক মামলায় কারাবন্দী ছিলেন। তবে এই হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি, যা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবিলম্বে দোষীদের গ্রেপ্তার, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচারের দাবি জানায়।




Developed by e2soft Technology